নুরুল আলম: [২]করোনাকালীন সময়ে আত্মমানবতার সেবায় মৃত মানুষের দাফন কাফনের কাজে নিয়োজিত মানবিক সংগঠন ‘শেষ বিদায়ের বন্ধু’র চলমান দাফন কাফন ও এ্যাম্বুলেন্স সেবার পাশাপাশি এবার বুক ভরে শ্বাস নিন, শেষ বিদায়ের বন্ধুর অক্সিজেন সেবা নিন এই শ্লোগানে অক্সিজেন সেবা উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে সংগঠনের প্রধান কার্যালয় প্রাঙ্গনে অক্সিজেন সেবা উদ্বোধন ও করোনায় মৃত ও নারায়ণগঞ্জে নিহত মুসল্লিদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
[৩]অক্সিজেন সেবা উদ্বোধন করেন মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার সামছুদ্দিন ছালেহ্ আহম্মদ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন, হাফেজ আহবাবুল হক।
[৪]সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধান সমন্বয়ক সাংবাদিক নুরুল আলমের সভাপতিত্বে ও সমন্বয়ক মো. নিজাম উদ্দিন ও সর্বোচ্চ সমন্বয় পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার আরশাফ উদ্দিনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বারেয়ারহাট পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন, মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান (পিপিএম), মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে, এম জাহাঙ্গীর ভূঁইয়া। সম্পাদনা: জেরিন আহমেদ