শিরোনাম
◈ খেলাফত মজ‌লি‌সের মামুনুল হক হঠাৎ আফগানিস্তান সফরে কেন? ◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ১১:০০ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বই লেখার কারণে মোর্শেদ হাসান খানকে চাকুরিচ্যুত করা বাকস্বাধীনতা হরণের সামিল : ড. আলী রিয়াজ

দেবদুলাল মুন্না: [২] ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় গত বুধবার মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে চাকুরিচ্যুত করা হয়। তার অপরাধ, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে একটি বই লিখেছেন। এ বিষয়ে আমেরিকার ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুইশড্ অধ্যাপক ড. আলী রীয়াজ এ মন্তব্য করেন।

[৩] আলী রীয়াজ বলেন, মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. মোর্শেদ হাসান খানের রচনার সাথে যে কারো ভিন্নমত থাকতে পারে। বিশ্ববিদ্যালয় একটি প্রতিষ্ঠান হিসেবে ভিন্নমত প্রকাশ করতে পারে কিনা সেটি একটি বিবেচ্য বিষয়। পরিহাসের বিষয় এই যে, বিশ্ববিদ্যালয় যে আইনের ধারায় তাকে চাকুরিচ্যুত করেছে। সেটি তৈরি হয়েছিলো বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত্বশাসন নিশ্চিত করতে। এবং শিক্ষক-শিক্ষার্থীদের মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করতে।

[৪] তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ওই আদেশের ৫৬ ধারার ২ উপধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষক বা কর্মকর্তার রাজনীতি করার তথা স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার রয়েছে। ওই আইনে একজন শিক্ষককে চাকুরিচ্যুত করার বিধানও আছে। তাতে বলা হয়েছে- একজন শিক্ষককে চাকুরিচ্যুত করা যাবে। যদি তিনি নৈতিক স্খলনের (মোরাল টার্পিচ্যুড) কিংবা দায়িত্ব পালনে অপরাগতার (ইনএফিসিয়েন্সি) অভিযোগে অভিযুক্ত হন (ধারা ৫৬, উপধারা ৩)।

[৪] আলী রীয়াজের মতে, মোর্শেদ হাসান খান এই দুই অভিযোগের কোনোটাতেই অভিযুক্ত হননি। ফলে এই চাকুরিচ্যুতি মতপ্রকাশের জন্যেই সেটা স্পষ্ট। আলী রীয়াজ এ নিয়ে সোশ্যাল মিডিয়াতেও তার মতামত প্রচার করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়