শিরোনাম
◈ ট্রাম্পকে ইরানের নেতাদের ‘হত্যা’র আহ্বান মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের ◈ সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ◈ ৫০ বছর আগের চুক্তিতে বাংলাদেশের ট্রানজিট চায় নেপাল ◈ ‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’: প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ◈ কাশ্মীর সীমান্তে একাধিক পাকিস্তানি ড্রোন শনাক্ত: সর্বোচ্চ সতর্কতায় ভারতীয় বাহিনী ◈ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ থামছেই না: বাড়ছে আতঙ্ক, ঝুঁকিতে যাত্রীরা ◈ এবার বাংলাদেশের ওপর নজরদারি বাড়াতে নতুন নৌঘাঁটি বানাচ্ছে ভারত ◈ ভিয়েতনামে ২০ বছরের মধ্যে আসিয়ানের সবচেয়ে বড় তেলের মজুত সন্ধান! ◈ কাউন্সিল হ্যা বললে ২য় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে না: হাইকোর্ট (ভিডিও) ◈ এক-দুই দিনের মধ্যে ২০-২৫ আসনে প্রার্থী ঘোষণা দেবে এনসিপি

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩৮ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাইফ সাপোর্টে অভিনেতা সাদেক বাচ্চু

ইমরুল শাহেদ : ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা সাদেক বাচ্চুর করোনা পজিটিভ ধরা পড়েছে। প্রথমে জ্বর ও পরে শ্বাসকষ্ট দেখা দিলে গত ৬ সেপ্টেম্বর তাকে হাসপাতালে নেওয়া হয়। শনিবার তার করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি শনাক্ত হয়। চিকিৎসকরা তার করোনায় আক্রান্ত হওয়ার ব্যপারে আগে থেকেই সন্দেহ করছিলেন। তাই তার নমুনা পরীক্ষা করা হলে ১২ সেপ্টেম্বর শনিবার তার রিপোর্ট পজিটিভ এসেছে। এ তথ্য নিশ্চিত করেছেন সাদেক বাচ্চুর মেয়ে মেহজাবীন।

তিনি বলেন, গেল কয়েকদিনে বাবার শ্বাসকষ্ট আরও বেড়েছে। এখন কৃত্রিম অক্সিজেনের মাধ্যমে তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখা হয়েছে এই অভিনেতার। বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মেহজাবীন। শুক্রবার শিল্পী সমিতির একটি গ্রুপ হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন। তারা হাসপাতাল থেকে জানিয়েছেন, তার স্বাস্থ্যের ব্যাপক অবনতি হয়েছে। কেউ কেউ ফেসবুক আইডিতে চিকিৎসারত সাদেক বাচ্চুর ছবিও প্রকাশ করেছেন। শিল্পী অধিকার ফোরামের একজন মুখপাত্র বলেছেন, তারাও সাদেক বাচ্চুকে হাসপাতালে দেখতে যাবেন, বিশেষ করে তার খোঁজ-খবর নেওয়ার জন্য।

সাদেক বাচ্চুর চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। সাদেক বাচ্চুর হৃদযন্ত্র ৮০ শতাংশ কাজ করছে না। এ কারণে তাকে লাইফ সাপোর্টে নিতে হয়েছে।

এর আগে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গত ৮ সেপ্টেম্বর রাতে সাদেক বাচ্চুকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। তার পরিবার থেকে জানানো হয়েছে, গত রোববার সন্ধ্যা থেকেই অস্বস্তি লাগছিল তার। পরে শ্বাসকষ্ট বাড়তে থাকায় রাতে সাড়ে ১১টায় হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার কোভিড-১৯ পরীক্ষার ফলাফলে পজিটিভ আসে।

চলচ্চিত্রশিল্পে সাদেক বাচ্চুর জন্য একটা উৎকন্ঠা কাজ করছে। সবাই আশা করছেন, সাদেক বাচ্চু সুস্থ হয়ে সকলের মাঝে দ্রæতই ফিরে আসবেন। প্রসঙ্গত, সাদেক বাচ্চুর আসল নাম মাহবুব আহমেদ সাদেক। চাঁদপুরে দেশের বাড়ি হলেও জন্ম ঢাকায়। সিনেমার কিংবদন্তি মানুষ এহতেশাম 'চাঁদনী' চলচ্চিত্রে তার নাম বদলে সাদেক বাচ্চু করে দেন। সেই থেকেই তিনি এ নামে পরিচিত। টিএন্ডটি নাইট কলেজ থেকে স্নাতক করেন সাদেক বাচ্চু। ১৯৬৩ সালে খেলাঘরের মাধ্যমে রেডিওতে অভিনয় শুরু করেন সাদেক বাচ্চু। একইসঙ্গে মঞ্চেও বিচরণ করেন। প্রথম থিয়েটার ‘গণনাট্য পরিষদ।’ ১৯৭২-৭৩ সালে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে যখন এদেশের সাংস্কৃতিক বলয় নতুনভাবে তৈরি হচ্ছিল, তখন তিনি যুক্ত হন গ্রুপ থিয়েটারের সঙ্গে। দীর্ঘ পথ পেরিয়ে ১৯৭৪ সালে প্রথম টেলিভিশন নাটকে অভিষিক্ত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়