শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩৮ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাইফ সাপোর্টে অভিনেতা সাদেক বাচ্চু

ইমরুল শাহেদ : ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা সাদেক বাচ্চুর করোনা পজিটিভ ধরা পড়েছে। প্রথমে জ্বর ও পরে শ্বাসকষ্ট দেখা দিলে গত ৬ সেপ্টেম্বর তাকে হাসপাতালে নেওয়া হয়। শনিবার তার করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি শনাক্ত হয়। চিকিৎসকরা তার করোনায় আক্রান্ত হওয়ার ব্যপারে আগে থেকেই সন্দেহ করছিলেন। তাই তার নমুনা পরীক্ষা করা হলে ১২ সেপ্টেম্বর শনিবার তার রিপোর্ট পজিটিভ এসেছে। এ তথ্য নিশ্চিত করেছেন সাদেক বাচ্চুর মেয়ে মেহজাবীন।

তিনি বলেন, গেল কয়েকদিনে বাবার শ্বাসকষ্ট আরও বেড়েছে। এখন কৃত্রিম অক্সিজেনের মাধ্যমে তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখা হয়েছে এই অভিনেতার। বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মেহজাবীন। শুক্রবার শিল্পী সমিতির একটি গ্রুপ হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন। তারা হাসপাতাল থেকে জানিয়েছেন, তার স্বাস্থ্যের ব্যাপক অবনতি হয়েছে। কেউ কেউ ফেসবুক আইডিতে চিকিৎসারত সাদেক বাচ্চুর ছবিও প্রকাশ করেছেন। শিল্পী অধিকার ফোরামের একজন মুখপাত্র বলেছেন, তারাও সাদেক বাচ্চুকে হাসপাতালে দেখতে যাবেন, বিশেষ করে তার খোঁজ-খবর নেওয়ার জন্য।

সাদেক বাচ্চুর চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। সাদেক বাচ্চুর হৃদযন্ত্র ৮০ শতাংশ কাজ করছে না। এ কারণে তাকে লাইফ সাপোর্টে নিতে হয়েছে।

এর আগে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গত ৮ সেপ্টেম্বর রাতে সাদেক বাচ্চুকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। তার পরিবার থেকে জানানো হয়েছে, গত রোববার সন্ধ্যা থেকেই অস্বস্তি লাগছিল তার। পরে শ্বাসকষ্ট বাড়তে থাকায় রাতে সাড়ে ১১টায় হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার কোভিড-১৯ পরীক্ষার ফলাফলে পজিটিভ আসে।

চলচ্চিত্রশিল্পে সাদেক বাচ্চুর জন্য একটা উৎকন্ঠা কাজ করছে। সবাই আশা করছেন, সাদেক বাচ্চু সুস্থ হয়ে সকলের মাঝে দ্রæতই ফিরে আসবেন। প্রসঙ্গত, সাদেক বাচ্চুর আসল নাম মাহবুব আহমেদ সাদেক। চাঁদপুরে দেশের বাড়ি হলেও জন্ম ঢাকায়। সিনেমার কিংবদন্তি মানুষ এহতেশাম 'চাঁদনী' চলচ্চিত্রে তার নাম বদলে সাদেক বাচ্চু করে দেন। সেই থেকেই তিনি এ নামে পরিচিত। টিএন্ডটি নাইট কলেজ থেকে স্নাতক করেন সাদেক বাচ্চু। ১৯৬৩ সালে খেলাঘরের মাধ্যমে রেডিওতে অভিনয় শুরু করেন সাদেক বাচ্চু। একইসঙ্গে মঞ্চেও বিচরণ করেন। প্রথম থিয়েটার ‘গণনাট্য পরিষদ।’ ১৯৭২-৭৩ সালে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে যখন এদেশের সাংস্কৃতিক বলয় নতুনভাবে তৈরি হচ্ছিল, তখন তিনি যুক্ত হন গ্রুপ থিয়েটারের সঙ্গে। দীর্ঘ পথ পেরিয়ে ১৯৭৪ সালে প্রথম টেলিভিশন নাটকে অভিষিক্ত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়