শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০১:১৯ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত: রাওয়াত

রাশিদুল ইসলাম : [২] ভারত ও চীনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) নিয়ে উত্তেজনা বৃদ্ধির মধ্যে, ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াত বলেছেন, ভারতের সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে। শুক্রবার প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সিডিএস জেনারেল রাওয়াত ওই মন্তব্য করেন। তিনি বলেন এলএসি’র আশপাশের স্থিতাবস্থা পরিবর্তনের জন্য চীনের যেকোনো তৎপরতা প্রতিরোধ করতে সেনাবাহিনী পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদের জওয়ানরা সজাগ রয়েছে এবং তারা সীমান্তে যেকোনো দুঃসাহসের উপযুক্ত জবাব দেবে। টাইমস অব ইন্ডিয়া

[৩] জেনারেল রাওয়াত চলতি মাসের শুরুর দিকে ইউএস-ভারত কৌশলগত অংশীদারি ফোরামেও একইধরণের অভিমত ব্যক্ত করেছিলেন। ভারত-চীন চলমান উত্তেজনা নিরসনে সীমান্ত সংঘাত দূর করতে বৃহস্পতিবার রাশিয়ার মস্কো শহরে ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠকের একদিন পরে জেনারেল রাওয়াতের মন্তব্য প্রকাশ্যে এলো।

[৪] ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি প্রথমবারের মতো আজ প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বৈঠকে অংশগ্রহণ করেন। রাহুল গান্ধী চীনের সাথে সীমান্ত বিবাদ নিয়ে কেন্দ্রীয় নরেন্দ্র মোদি সরকারের সমালোচনায় একনাগাড়ে আক্রমণাত্মক অবস্থানে রয়েছেন।

[৫] শুক্রবার ভারত-চীন সীমান্ত ইস্যুতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সিডিএস বিপিন রাওয়াত এবং তিন বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন। সমস্ত উচ্চপদস্থ কর্মকর্তারা ‘এলএসি’কে নিয়ে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেন এবং দেশকে সুরক্ষিত রাখার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করেন। কমপক্ষে দু’ঘন্টা ধরে ওই বৈঠক চলে।

[৬] ভারত-চীন সীমান্তে দু’দেশের সেনাদের মধ্যে সাম্প্রতিক সংঘাত ও মুখোমুখি অবস্থানের ফলে বর্তমানে ‘এলএসি’কে ঘিরে চরম উত্তেজনাকর পরিস্থিতি রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়