শিরোনাম
◈ শাপলা চত্বরে গণহত্যায় তদন্ত প্রতিবেদন দিতে ২ মাস সময় বেঁধে দিলেন ট্রাইব্যুনাল ◈ তারেক রহমানের দেশে ফেরার সময় জানালেন সালাহউদ্দিন আহমদ ◈ বৃহস্পতিবার সব দোকান ও বিপণিবিতান খোলা ◈ নির্বাচনের প্রস্তুতি চলছে, এটি জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত হবে:: প্রধান উপদেষ্টা ◈ গণভোটসহ পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা আন্দোলনরত ৮ দলের ◈ রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, মোড়ে মোড়ে গাড়ি তল্লাশি ◈ মিরপুরে শতাব্দী পরিবহনের বাসে আগুন ◈ ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন (ভিডিও) ◈ নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে যে বার্তা দিলেন অর্থ উপদেষ্টা ◈ গাজীপুর-৬ আসন পূর্ণ বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৫৩ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় গরীব দেশগুলোর আয় কমেছে ৬৯ শতাংশ, মানবেতর জীবনযাপন করছেন অধিবাসীরা

সিরাজুল ইসলাম: [২] ধনী দেশগুলোতে আয় কমেছে ৪৫ শতাংশ। স¤প্রতি ২৭ দেশের ৩০ হাজার মানুষের জীবনযাত্রার ওপর করোনার প্রভাব সম্পর্কে জরিপ চালিয়ে এ তথ্য পেয়েছে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস।
[৩] জরিপকারীরা বলছেন, অপেক্ষাকৃত গরীব দেশগুলোর অবস্থা সবচেয়ে বেশি ভয়াবহ। করোনার ছয় মাসে হওয়া ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেছেন তারা। নভেল করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে লকডাউন দেয়ায় বিশ্ব অর্থনীতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
[৪] জরিপে অংশ নেয়া গরীব দেশের অধিবাসী এবং তরুণরা জানিয়েছেন, তারা অত্যন্ত দূরবস্থার মধ্যে দিস পার করছেন। বর্ণ ও লিঙ্গভেদেও মহামারীর প্রভাবে পার্থক্য উঠে এসেছে। যেমন- যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গদের তুলনায় কৃষ্ণাঙ্গরা অনেক বেশি করোনা আক্রান্ত হয়েছেন।
[৫] দক্ষিণ আমেরিকা, এশিয়া ও আফ্রিকা মহাদেশে জীবনযাত্রায় চরম আঘাত হেনেছে করোনা। জরিপে অংশ নেয়া কেনিয়া (৮১%), নাইজেরিয়া (৮০%), দক্ষিণ আফ্রিকা (৭৭%), ইন্দোনেশিয়া (৭৬%) ও ভিয়েতনামের (৭৪%) মানুষ বলছেন, তারা করোনাকালে অর্থনৈতিকভাবে ক্ষতির শিকার হয়েছেন। এমনিতেই ওই দেশগুলোর মাথাপিছু আয় কম। তাদের আয় একেবারে শূন্যের কোটায় গিয়ে ঠেকেছে।
[৬] অপরদিকে অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, রাশিয়া ও যুক্তরাজ্যের মতো ধনীদেশগুলোতেও নাগরিকদের উপার্জন কমেছে। তবে অর্থনৈতিক অবকাঠামো ভেঙে না পড়ায় তারা ততটা ক্ষতিগ্রস্ত হননি।
[৭] জরিপে লজিস্টিক সহায়তা দিয়েছে গেøাবস্ক্যান। সংস্থাটির প্রধান নির্বাহী ক্রিস কৌল্টার জানিয়েছেন, মহামারীতে বৈশ্বিক মূল সুর ছিল ‘আমরা সবাই একসঙ্গে’। জরিপে উঠে এসেছে সম্পূর্ণ ভিন্নচিত্র। পিছিয়ে থাকা দেশগুলো মহামারীর বলি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়