শিরোনাম
◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞার থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আ.লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৫১ রাত
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ত্রিনবাগো নাইটরাইডার্স সিপিএলে অপরাজিত চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক : [২] খুব সহজেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) শিরোপা জয় করলো ত্রিনবাগো নাইটরাইডার্স। বৃহস্পতিবার রাতে আসরের ফাইনালে ড্যারেন স্যামির নেতৃত্বাধীন সেন্ট লুসিয়া জুকসকে ৮ উইকেটে হারায় কিয়েরন পোলার্ডের ত্রিনবাগো।

[৩] লিগ পর্বে সবকটি ম্যাচ জিতে আসা ত্রিনবাগো অপরাজিত চ্যাম্পিয়ন হলো। সিপিএলে এটি দলটির চতুর্থ শিরোপা, যা সর্বোচ্চ।

[৪] এদিন টস হেরে ব্যাট করতে নেমে সেন্ট লুসিয়া ৫ বল বাকি থাকতেই ১৫৪ রানে গুটিয়ে যায়। দলটির পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন আন্দ্রে ফ্লেচার। এ ছাড়া মার্ক ডিয়াল ২৯, নাজিবুল্লাহ জাদরান ২৪ রান করেন। ৪ উইকেট নিয়ে পোলার্ড সেন্ট লুসিয়ার আসল মেরুদণ্ড ভাঙার কাজটা করেন। ২টি করে উইকেট নেন আলি খান ও ফাওয়াদ আলম।

[৫] ১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নামা ত্রিনবাগোর হয়ে ঝড় তোলেন লেন্ডল সিমন্স। তার অপরাজিত ৮৪ রানে সহজ জয় তুলে নেয় ত্রিনবাগো। ৪৯ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৮৪ রান করেন সিমন্স। এ ছাড়া ড্যারেন ব্রাভো করেন ৪৭ বলে অপরাজিত ৫৮ রান।

[৬] এর আগে ১৯ রানে ২ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়ে গিয়েছিল ত্রিনবাগো। সিমন্স ও ব্রাভোর ব্যাটে সেই চাপ উড়ে যায় পরে। ম্যাচসেরাও হয়েছেন সিমন্স। আর টুর্নামেন্ট সেরা পোলার্ড। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়