শিরোনাম
◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে ◈ ছাত্র সংসদ নির্বাচনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিএনপি ◈ প্রথমবারের মতো জাপানের রাজনৈতিক দলের নেতা হবে AI ◈ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪৮ সকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলম্বিয়ায় বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়েছে পুলিশ: নিহত ৮

সিরাজুল ইসলাম: [২] প্রায় ১০০ পুলিশ কর্মকর্তা ও ৫৫ বেসামরিক নাগরিক আহত হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৭০ জনকে। রাজধানী বোগোটা এবং স্যাটেলাইট শহর সোয়াচায় বুধবার রাতভর এ ঘটনা ঘটে। রয়টার্স

[৩] একটি ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তিকে পুলিশ স্টেন গান দিয়ে বারবার আঘাত করছে। বিক্ষোভকারীরা ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে।

[৪] বিক্ষোভে গুলি না চালানোর জন্য পুলিশকে নির্দেশ দিতে প্রেসিডেন্ট ইভান দুকুউর প্রতি আহŸান জানিয়েছেন বোগোটার মেয়র ক্লাউদিয়া লোপেস। তিনি বলেন, পুলিশের নিষ্ঠুরতা বিশেষ করে গুলি চালানোর সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। নিষ্ঠুরতার প্রতিবাদ দমাতে নিষ্ঠুরতা আমরা মেনে নেব না। তিনি আহতদের স্থানীয় হাসপাতালে দেখতে গিয়ে এসব কথা বলেন।

[৫] তিনি বলেন, শুধু বোগোটা শহরেই মারা গেছে ৬ জন। গুলিতে অনেকে আহত হয়েছে। তারা সবাই তরুণ।

[৬] প্রতিরক্ষামন্ত্রী বৃহস্পতিবার বলেন, নিহতদের মধ্যে ১৭ বছরের একটি ছেলে রয়েছে। তারা ঘটনা তদন্ত করছেন। তিনি বিক্ষোভকারীদের ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান।

[৭] আইনের শিক্ষার্থী এবং দুই সন্তানের বাবা জেভিয়ার অর্দোনেজের হত্যার প্রতিবাদে তারা রাস্তায় নেমেছিলো। ভিডিওতে দেখা গেছে, তাকে রাস্তায় ফেলে পুলিশ কর্মকর্তারা ইলেকট্রিক শক দিচ্ছে। তিনি অনুনয় করে বলছেন, আর মেরো না। তার এক বন্ধু ঘটনাটি ভিডিও করেন। পরে তাকে স্থানীয় পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। সেখানেও তাকে নির্যাতন করা হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়