শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৪৫ রাত
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কোভিড-১৯ চিকিৎসা নিয়েছেন ২০ হাজার ৬২৪ জন

শাহীন খন্দকার : [২] দেশের যে কয়টি কোভিড-১৯ বিশেষায়িত হাসপাতাল রয়েছে তার মধ্যে অন্যতম রাজধানীর উত্তরা কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।

[৩] করোনা দিনের অভিজ্ঞতা নিয়ে ঊধ্বর্তন কর্মকর্তা জানান, দুই বছর ধরে এই হাসপাতালে কাজ করছি। এ পর্যন্ত হাসপাতালটিতে কোভিডের চিকিৎসা নিয়েছেন ২০ হাজার ৬২৪জন। মঙ্গলবার পর্যন্ত ভর্তি হয়েছেন ৫ হাজার ৮জন।

[৪] তিনি আরও বলেন, ২৫ মার্চ থেকে কোভিড-১৯ চিকিৎসা শুরু হয়। গেল ১ ফেব্রুয়ারি চীনের উহান থেকে যারা ফিরেছিলেন তাদেরও প্রাথমিক চিকিৎসা কুর্মিটোলা জেনারেল হাসপাতালেই দেওয়া হয়েছিলো। ৫শ’ শয্যার হাসপাতালটিতে কোভিডের জন্য বরাদ্দ রয়েছে ২৭৫টি এবং ভর্তি রয়েছেন ২৮৭জন। কেবিন রয়েছে ২৫টি, ১০ বেডের আইসিইউও রয়েছে।

[৫] নাম প্রকাশে অনিচ্ছুক একজন নার্স জানান, হাসপাতালে আমরা পালা করে ডিউটি করি। ৩টি শিফট। প্রতি শিফটে ১জন করে টিম লিডার থাকেন। তার অধীনে ডাক্তারদের সঙ্গে ৫ থেকে ৬জন করে নার্স থাকেন।

[৬] তিনি আরও বলেন, মার্চের শুরুতে প্রথম দিন হাসপাতালে ঢুকে মনে হলো, যেন নির্জন দ্বীপে এসেছি। আউটডোরে রোগী নেই। ওয়ার্ডেও ভিড় নেই। মানুষের ছোটাছুটি নেই। তবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়