ইসমাঈল ইমু: [২] বাদামতলী থেকে মঙ্গলবার রাতে মাহবুব আলম মিম (২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গোয়েন্দা শাখার তেজগাঁও বিভাগের কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করেন। তার হেফাজত থেকে ১টি বিদেশি রিভলবার ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
[৩] খিলক্ষেতে গ্রেপ্তার প্রতারকের নাম সোহেল ওরফে ইমদাদুল হক সোহেল ওরফে সোহেল রানা। মঙ্গলবার রাতে তাকে মোহাম্মদীয়া গার্মেন্টস এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তিনি বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসায়ীকে ফোন দিয়ে নিজেকে ওসি, পুলিশ সুপার, জেলা প্রশাসক কিংবা বিভাগীয় কমিশনারসহ সরকারি উর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদা আদায় করতেন। প্রত্যেকবার নতুন সিম ও মোবাইল সেট ব্যবহার করতেন। চাঁদা আদায় হয়ে গেলে ফোন সেট ও সিম করে ফেলতেন।
[৪] পুলিশ জানায়, ১৫ আগস্ট রাতে বাংলালিংকের একটি নাম্বার থেকে খিলক্ষেত থানার বাসিন্দা জাকির হোসেনকে ফোন দেন প্রতারক সোহেল। তিনি খিলক্ষেত থানার ওসি পরিচয় দিয়ে একজন মুমূর্ষূ রোগীর চিকিৎসার জন্য জরুরীভিত্তিতে ২০ হাজার টাকা বিকাশ করতে বলেন। সন্দেহ হলে তিনি পুলিশকে বিষয়টি জানান। সম্পাদনা: সিরাজুল ইসলাম