রাশিদুল ইসলাম : [২] মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিপক্ষকে কঠোর আক্রমণাত্মক মন্তব্য করে বলেছেন কমলা হ্যারিসের কোনো যোগ্যতা নেই। যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হলে তা তার জন্যেই হবে অপমানজনক। কমলাকে কেউ পছন্দ করে না। নির্বাচনে সে খুবই দুর্বল প্রার্থী। সিএনএন
[৩] আগামী নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে অনেকে শক্তিশালী প্রতিপক্ষ মনে করলেও ট্রাম্প তা মনে করেন না। তিনি বলেন, কমলা কখনোই প্রথম নারী প্রেসিডেন্ট হতে পারবেন না। হলেও তা আমাদের দেশের জন্যে হবে চরম অপমানজনক।
[৪] ট্রাম্প বলেন তারা বলে নারীরা আমাকে পছন্দ করে না। ২০১৬ সালের নির্বাচনে নারীরা তা প্রমান করেছে। নিউইয়র্ক টাইমস এক্সিট পোলে আমাকে অধিক পছন্দ করেই ১২ পয়েন্টের ব্যবধানে হিলারি ক্লিনটনকে পিছনে ফেলেছিল নারীরা।
[৫] ট্রাম্প তার প্রতিপক্ষ জো বাইডেনের শারীরিক ও মানসিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন। বলেন বাইডেন অর্ধেক সক্ষম এবং দ্রুত ‘দক্ষিণে’ ধাবিত হন। মার্কিন প্রেসিডেন্ট বলেন একমাত্র উপায়ে বাইডেন নির্বাচনে জিততে পারেন এবং তা হচ্ছে তাকে খুব খারাপ কাজ করতে হবে। কারচুপি ও ভোট চুরি করেই জিততে পারেন বাইডেন।
[৬] তবে এ মাসের শুরুতে ইকোনমিস্ট/ইউগভ’র এক জরিপে ৫৫ শতাংশ নারী বাইডেনকে এবং ৩৬ শতাংশ ট্রাম্পকে পছন্দ করেন বলে জানান।