আসিফুজ্জামান পৃথিল: [৩] বিরোধী নেত্রী কোলেসনিকোভা গুম হয়ে গেছেন এই খবরের একদিন পর তাকে আটক দেখিয়েছে বেলারুশ সরকার। তারা বলছে, তিনি ইউক্রেনে পালাবার চেষ্টা করছিলেন। অবশ্য ইউক্রেনের দাবি, তাকে জোর করে দেশটিতে পাঠানো হচ্ছিল। কিন্তু সন্ধান লাভের পর আন্দোলন আরও বিস্তৃত হয়েছে। কোলেসনিকোভা চলমান আন্দোলনের ৩ নারী নেত্রীর একজন। বিবিসি, আল জাজিরা
[৪] শেষ খবর পাওয়া পর্যন্ত ইউক্রেন সীমান্তে জড়ো হচ্ছিলেন বিক্ষোভকারীরা। জানা যায়, তারা সেখান থেকে দেশটির রাজধানী মিনস্কে যাবার সিদ্ধান্ত নিয়েছেন। কোলেসনিকোভার স্থলে আপাতত অন্য এক নারীকে নেতৃত্বে আনার পরিকল্পনা চলছে। দেশটির বিরোধীদলগুলো বলছে, তাদের এই আন্দোলননের নেতৃত্ব নারীদের হাতে থাকবারই আশা করছেন তারা।
[৫] ১৯৯৪ সাল থেকে ক্ষমতায় থাকা আলেক্সান্দার লুকাশেঙ্কো মঙ্গলবার বলেছেন, তিনি সম্ভবত খুব বেশি সময় ক্ষমতায় থেকে ফেলেছেন। তিনি বলেন, আমি সম্ভবত বেশি সময়ই ক্ষমতায় থেকেছি। তবে আমি এভাবে ক্ষমতা ছাড়বো না।
[৬] মস্কো সফরে গিয়ে রুশ সাংবাদিকদের তিনি বলেন, তার দেশের রাজনীতি নিয়ে পশ্চিমা শক্তিগুলো খামোখাই নাক গলাচ্ছে। তিনি নিজেকে বৈধ শাসক বলেও অভিহিত করেন। সম্পাদনা: ইকবাল খান