লিহান লিমা: [২] ফ্রান্সের সাপ্তাহিক পত্রিকা শার্লি এবদোর হজরত মুহাম্মাদ (স.)-কে অবমাননা করে প্রকাশিত ব্যাঙ্গাত্মক কার্টুনের তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনী। এনডিটিভি
[৩] মঙ্গলবার এক বার্তায় আলী খামেনী বলেছেন, ফ্রান্সের রাজনীতিবিদ ও নেতারা বাক-স্বাধীনতার অজুহাত দেখিয়ে পবিত্র ব্যক্তিত্ব মুহাম্মাদ (সা.) কে অবমাননার মতো ক্ষমার অযোগ্য মহাপাপ ও ঘৃণ্য অপরাধের নিন্দা জানানো থেকে বিরত থেকেছেন। এটি অগ্রহণযোগ্য, ভুল ও প্রতারণামূলক।
[৪] আয়াতুল্লাহ খামেনী বলেন, সাম্রাজ্যবাদী সরকারগুলোর ইসলাম বিরোধী কঠোর নীতির কারণে এ ধরণের বিদ্বেষী ঘটনা ঘটছে। এই সময় খামেনী পশ্চিম এশিয়ার মুসলমানদের পাশ্চাত্যের রাজনীতিবিদ ও নেতাদের শত্রুতা নিয়ে সতর্ক করেন।
[৫] প্রসঙ্গত, এর আগে গত সপ্তাহে লেবানন সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শার্লি এবদোর মহানবী (সা.) এর ব্যাঙ্গাত্মক কার্টুন পুনরায় প্রচারের ঘোষণা সম্পর্কে কোনো নিন্দা জানাতে প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ফ্রান্সে ধর্মের সমালোচনার স্বাধীনতা রয়েছে। এখানে যে কেউ প্রকাশ্যে নিজের মত প্রকাশ করতে পারেন। সম্পাদনা: ইকবাল খান