শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২০, ০১:৫৫ রাত
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২০, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিল্প-কারখানায় আবেদনের ৩০ দিনের মধ্যে বিদ্যুৎ সংযোগ: বিডা

নিজস্ব প্রতিবেদক: [২] বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেছেন, বিনিয়োগকারীদের জন্য যত সহজ করা যা আমরা সেই বিষয় নিয়ে সব সময় ভাবি। সেই আলোকে কাজ করে যাচ্ছি।

[৩] মঙ্গলবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে বিদ্যুতের চারটি সংস্থা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড একযোগে অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে যুক্ত হওয়ার লক্ষ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

[৪] বিডার সঙ্গে এ সংক্রান্ত নতুন চারটি সংস্থার সমঝোতা স্মারক সই করা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিডা কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এ সমঝোতা স্মারক সই হয়।

[৫] বিডার পক্ষ থেকে জানানো হয়, বিডা ওএসএসের মাধ্যমে সেবা দেওয়ার জন্য ইতোমধ্যে প্রথম পর্যায়ে ছয়টি সংস্থা, দ্বিতীয় পর্যায়ে ছয়টি এবং তৃতীয় পর্যায়ে চারটিসহ মোট ১৬টি সংস্থার সঙ্গে সমঝোতা সই করেছে। বর্তমানে ওএসএস পোর্টালের মাধ্যমে প্রাথমিকভাবে বিনিয়োগকারীদের বর্তমানে সাতটি সংস্থার ২১টি সেবা প্রদান করা হচ্ছে। সমঝোতা স্মারকের পরিপ্রেক্ষিতে ৪১টি সেবা ওএসএসের মাধ্যমে প্রদান করার জন্য ইন্টিগ্রেশনের বা সেবা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে।

[৬] বিডা ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি অনলাইনভিত্তিক ওএসএস পোর্টালের কার্যক্রম চালু করে। আলোচ্য ওএসএস পোর্টালের মাধ্যমে ৩৫টি সেবা প্রদানকারী সংস্থার ১৫৪টির বেশি সেবা প্রদান করা সম্ভব হবে।

[৭] সমঝোতা স্মারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদ, বিআরইবি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মইন উদ্দিন, ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান, নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম, ডব্লিউজেডএসসিও’র ব্যবস্থাপনা পরিচালক মো. শফিক উদ্দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়