শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ১০:৩৫ দুপুর
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ১০:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউক্রেন সীমান্তে বেলারুশের বিরোধী নেতা মারিয়া কোলেসনিকোভা আটক

সিরাজুল ইসলাম: [২] ইউক্রেনে প্রবেশের সময় মঙ্গলবার ভোর ৪টার দিকে তাকে আটক করা হয় বলে সীমান্ত রক্ষী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন। মাস্ক পরা মানুষ নিয়ে তিনি রাজপথ দখলে রাখবেন- তার সহযোগীদের এমন ঘোষণার পরদিনই তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে দেশ ছেড়ে যাওয়ার অভিযোগ আনা হয়েছে। আলজাজিরা

[৩] তিনি ইউক্রেনে প্রবেশ করছিলেন- সরকারের এ দাবি সঠিক নয়। গণমাধ্যমের খবরে বলা হয়, উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনী তাকে আটক করার কথা অস্বীকার করেছে।

[৪] বিরোধীরা সোমবার অভিযোগ করেন, সেন্ট্রাল মিনস্ক শহরে কোলেসনিকোভাকে একটি ছোট গাড়িতে তুলে নেয়া হয়েছে। পরে দুইজন কর্মী নিখোঁজ হয়।

[৫] ইউক্রেনের সীমান্ত রক্ষী বাহিনী জানিয়েছে, দুইজন লোক সফলভাবে ইউক্রেনে প্রবেশ করেছে। বেলারুশের সীমান্ত রক্ষী বাহিনীর কর্মকর্তা অ্যানটন বাইচকোভস্কি বলেন, কোলেসনিকোভাকে আটক করা হয়েছে- এটা ঠিক। তবে তিনি কোথায় আছেন, তা তিনি জানেন না। রয়টার্স

[৬] ইউক্রেনের উপ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যানটন গেরাশাচেঙ্কো বলেন, ২৪ ঘণ্টা নিখোঁজ থাকা কোলেসনিকোভার ইউক্রেনে প্রবেশ চেষ্টা ঠেকিয়ে দিয়েছে সীমান্ত রক্ষী বাহিনী। ইন্টারফ্যাক্স

[৭] তবে সব অভিযোগ উড়িয়ে দিয়ে কোলেসনিকোভার সহযোগীরা বলছেন, তিনি আগেই পাসপোর্ট ছিঁড়ে ফেলেছেন। তার বিদেশ যাওয়ার চেষ্টার অভিযোগ ঠিক না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়