শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ১০:৩০ দুপুর
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওয়ারীতে প্রকাশ্যে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজন গ্রেপ্তার

ইসমাঈল ইমু : [২] গ্রেপ্তারকৃতরা হলেন- শফিকুল ইসলাম ওরফে ইকবাল (৩৪), মোসাহেদ ভূঁইয়া ওরফে রাহাত (৪০) ও মনির হোসেন বাবু ওরফে ঘড়ি বাবু (৪৫)।

[৩] পুলিশ সূত্রে জানা যায়, ডাচ বাংলা মোবাইল ব্যাংকিংয়ের বিক্রয় প্রতিনিধি মো. ইকবাল হোসেন গত ২৭ আগস্ট দুপুর ১টার দিকে ওয়ারী থানার আর কে মিশন রোডে মোটরসাইকেল যোগে তিনজন ছিনতাইকারী তার পথ রোধ করে। তারা তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ইকবাল ওয়ারী থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেন।

[৪] ওয়ারী থানার ওসি মো. আজিজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে প্রাপ্ত সিসি টিভির ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হয়। গত ৬ সেপ্টেম্বর রাতে ময়মনসিংহ থেকে মূল ছিনতাইকারী শফিকুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাইকালে ব্যবহৃত মোটরসাইকেল ও ছিনতাইয়ের নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

[৫] পরে তার দেয়া তথ্য মতে, একই দিন ভোরে পল্লবী এলাকা থেকে মো. মোসাহেদকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। তার দেয়া তথ্য মতে দুপুরে টিকাটুলি এলাকা থেকে মনিরকে গ্রেপ্তার করা হয়। মনিরের কাছ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়