শিরোনাম
◈ আন্তর্জাতিক বাহিনী আসছে গাজায়, নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছে হামাস ◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ১০:৩০ দুপুর
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওয়ারীতে প্রকাশ্যে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজন গ্রেপ্তার

ইসমাঈল ইমু : [২] গ্রেপ্তারকৃতরা হলেন- শফিকুল ইসলাম ওরফে ইকবাল (৩৪), মোসাহেদ ভূঁইয়া ওরফে রাহাত (৪০) ও মনির হোসেন বাবু ওরফে ঘড়ি বাবু (৪৫)।

[৩] পুলিশ সূত্রে জানা যায়, ডাচ বাংলা মোবাইল ব্যাংকিংয়ের বিক্রয় প্রতিনিধি মো. ইকবাল হোসেন গত ২৭ আগস্ট দুপুর ১টার দিকে ওয়ারী থানার আর কে মিশন রোডে মোটরসাইকেল যোগে তিনজন ছিনতাইকারী তার পথ রোধ করে। তারা তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ইকবাল ওয়ারী থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেন।

[৪] ওয়ারী থানার ওসি মো. আজিজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে প্রাপ্ত সিসি টিভির ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হয়। গত ৬ সেপ্টেম্বর রাতে ময়মনসিংহ থেকে মূল ছিনতাইকারী শফিকুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাইকালে ব্যবহৃত মোটরসাইকেল ও ছিনতাইয়ের নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

[৫] পরে তার দেয়া তথ্য মতে, একই দিন ভোরে পল্লবী এলাকা থেকে মো. মোসাহেদকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। তার দেয়া তথ্য মতে দুপুরে টিকাটুলি এলাকা থেকে মনিরকে গ্রেপ্তার করা হয়। মনিরের কাছ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়