শিরোনাম
◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প মোকাবিলায় জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয় ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন দায়িত্বে নতুন এসপিদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ◈ ইসির নিবন্ধন সার্টিফিকেট পেলো এনসিপি, প্রতীক ‘শাপলা কলি’ ◈ ক্লাসে না ফিরলে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ◈ ইসিকে তফসিল ঘোষণায় সময়সুবিধা বিবেচনার আহ্বান নাহিদ ইসলামের ◈ র‌্যাং‌কিং‌য়ের সেরা আটে মোস্তাফিজ, রিশাদ-ইমন-সাইফদের উন্ন‌তি ◈ ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব, খেল‌বে লাতিন বাংলা সুপার কাপ

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৪২ সকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে ৩ কৃষকসহ ৪ জন নিহত

আব্দুম মুনিব: [২] কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক স্থানে বজ্রপাত ঘটে ৩ কৃষকসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন এক গৃহবধু।

[৩] সোমবার বিকালে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নাটনাপাড়া মাঠে বজ্রপাত ঘটে কামাল (২৫) ও মহিবুল (২৭) নামে দুই কৃষকের মৃত্যু হয়। এরা নাটপাড়া গ্রামের আবুজেল ও নুরুর ছেলে।

[৪] মাঠে কাজ করা অবস্থায় বৃষ্টিপাতের সাথে প্রচন্ড শব্দে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তারা মারা যান। পরে মাঠের লোকজন তাদের মৃতদেহ উদ্ধার করে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেয়। প্রায় একই সময় উপজেলার আড়িয়া ইউনিয়নের সেনপাড়া গ্রামে মাঠে ঘাস কাটা অবস্থায় ইরাজুল ইসলাম (৪৮) নামে অপর এক কৃষকের মৃত্যু হয়েছে। সে একই গ্রামের মৃত সামছদ্দিনের ছেলে।

[৫] অপরদিকে, দুপুর ২টা ৩০ মিনিটে চকদৌলতপুর গ্রামের নিজ বাড়িতে বজ্রপাত ঘটে নাহারুল ইসলাম (৫০) নামে এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে। তিনি দৌলতপুর থানা বাজারের নৈশ প্রহরী ছিলেন। এসময় আহত হয়েছেন তার স্ত্রী কমেলা খাতুন (৪৫)।

[৬] স্থানীয়রা জানায়, নাহারুল ইসলাম ও তার স্ত্রী কমেলা খাতুন নিজ বাড়ির পাশে গাছ থেকে পাতা কাটা অবস্থায় বৃষ্টির সাথে প্রচন্ড শব্দে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই নাহারুল ইসলামের মৃত্যু হয়।
এসময় তার স্ত্রী কমেলা খাতুন গুরুত্বর আহত হলে তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে তার অবস্থাও আঙ্কাজনক বলে জানাগেছে।

[৭] দৌলতপুর থানার ওসি নিশিকান্ত সরকার জানান, দৌলতপুরে পৃথক এলাকায় বজ্রপাত ঘটে ৪ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় এক গৃহবধুকে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়