শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৪২ সকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে ৩ কৃষকসহ ৪ জন নিহত

আব্দুম মুনিব: [২] কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক স্থানে বজ্রপাত ঘটে ৩ কৃষকসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন এক গৃহবধু।

[৩] সোমবার বিকালে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নাটনাপাড়া মাঠে বজ্রপাত ঘটে কামাল (২৫) ও মহিবুল (২৭) নামে দুই কৃষকের মৃত্যু হয়। এরা নাটপাড়া গ্রামের আবুজেল ও নুরুর ছেলে।

[৪] মাঠে কাজ করা অবস্থায় বৃষ্টিপাতের সাথে প্রচন্ড শব্দে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তারা মারা যান। পরে মাঠের লোকজন তাদের মৃতদেহ উদ্ধার করে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেয়। প্রায় একই সময় উপজেলার আড়িয়া ইউনিয়নের সেনপাড়া গ্রামে মাঠে ঘাস কাটা অবস্থায় ইরাজুল ইসলাম (৪৮) নামে অপর এক কৃষকের মৃত্যু হয়েছে। সে একই গ্রামের মৃত সামছদ্দিনের ছেলে।

[৫] অপরদিকে, দুপুর ২টা ৩০ মিনিটে চকদৌলতপুর গ্রামের নিজ বাড়িতে বজ্রপাত ঘটে নাহারুল ইসলাম (৫০) নামে এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে। তিনি দৌলতপুর থানা বাজারের নৈশ প্রহরী ছিলেন। এসময় আহত হয়েছেন তার স্ত্রী কমেলা খাতুন (৪৫)।

[৬] স্থানীয়রা জানায়, নাহারুল ইসলাম ও তার স্ত্রী কমেলা খাতুন নিজ বাড়ির পাশে গাছ থেকে পাতা কাটা অবস্থায় বৃষ্টির সাথে প্রচন্ড শব্দে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই নাহারুল ইসলামের মৃত্যু হয়।
এসময় তার স্ত্রী কমেলা খাতুন গুরুত্বর আহত হলে তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে তার অবস্থাও আঙ্কাজনক বলে জানাগেছে।

[৭] দৌলতপুর থানার ওসি নিশিকান্ত সরকার জানান, দৌলতপুরে পৃথক এলাকায় বজ্রপাত ঘটে ৪ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় এক গৃহবধুকে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়