শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৪২ সকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে ৩ কৃষকসহ ৪ জন নিহত

আব্দুম মুনিব: [২] কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক স্থানে বজ্রপাত ঘটে ৩ কৃষকসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন এক গৃহবধু।

[৩] সোমবার বিকালে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নাটনাপাড়া মাঠে বজ্রপাত ঘটে কামাল (২৫) ও মহিবুল (২৭) নামে দুই কৃষকের মৃত্যু হয়। এরা নাটপাড়া গ্রামের আবুজেল ও নুরুর ছেলে।

[৪] মাঠে কাজ করা অবস্থায় বৃষ্টিপাতের সাথে প্রচন্ড শব্দে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তারা মারা যান। পরে মাঠের লোকজন তাদের মৃতদেহ উদ্ধার করে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেয়। প্রায় একই সময় উপজেলার আড়িয়া ইউনিয়নের সেনপাড়া গ্রামে মাঠে ঘাস কাটা অবস্থায় ইরাজুল ইসলাম (৪৮) নামে অপর এক কৃষকের মৃত্যু হয়েছে। সে একই গ্রামের মৃত সামছদ্দিনের ছেলে।

[৫] অপরদিকে, দুপুর ২টা ৩০ মিনিটে চকদৌলতপুর গ্রামের নিজ বাড়িতে বজ্রপাত ঘটে নাহারুল ইসলাম (৫০) নামে এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে। তিনি দৌলতপুর থানা বাজারের নৈশ প্রহরী ছিলেন। এসময় আহত হয়েছেন তার স্ত্রী কমেলা খাতুন (৪৫)।

[৬] স্থানীয়রা জানায়, নাহারুল ইসলাম ও তার স্ত্রী কমেলা খাতুন নিজ বাড়ির পাশে গাছ থেকে পাতা কাটা অবস্থায় বৃষ্টির সাথে প্রচন্ড শব্দে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই নাহারুল ইসলামের মৃত্যু হয়।
এসময় তার স্ত্রী কমেলা খাতুন গুরুত্বর আহত হলে তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে তার অবস্থাও আঙ্কাজনক বলে জানাগেছে।

[৭] দৌলতপুর থানার ওসি নিশিকান্ত সরকার জানান, দৌলতপুরে পৃথক এলাকায় বজ্রপাত ঘটে ৪ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় এক গৃহবধুকে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়