শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০২:৪৫ রাত
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ঠিবভাবে ব্যবহার করলে গ্রিজমান হবেন লা লিগার সেরা গোলদাতা’

স্পোর্টস ডেস্ক : অনেক বড় প্রত্যাশা নিয়েই অ্যাতলেতিকো মাদ্রিদ ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন আতোঁয়ান গ্রিজমান। অথচ কাতালান ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই নিজেকে হারিয়ে খুঁজছেন এ ফরাসি। নিজের পছন্দের জায়গায় খেলার সুযোগ মিলেনি তার। তবে ঠিকভাবে তাকে ব্যবহার করতে পারলে লা লিগার সর্বোচ্চ গোলদাতা হওয়ার ক্ষমতা তার মধ্যে রয়েছে বলে বিশ্বাস করেন ক্লাবটির সাবেক ডিফেন্ডার আন্দ্রেয়া ওরল্যান্দি।
গত মৌসুমের শুরুতে ১২০ মিলিয়ন ইউরো খরচ করে গ্রিজমানকে কিনে আনে বার্সেলোনা। কিন্তু প্রথম বছরে সব প্রতিযোগিতা মিলে গোল করতে পেরেছেন মাত্র ১৫টি। তার মতো খেলোয়াড়ের কাছ থেকে প্রত্যাশা আরও অনেক বেশি। সবমিলিয়ে প্রথম বছরটা খুবই বাজে কেটেছে তার। তার প্রভাব পড়েছে ক্লাবের ফলাফলেও। গত এক যুগে প্রথমবার শিরোপাশূন্য থেকেছে দলটি।

অ্যাতলেতিকোকে থাকতে ক্লাবটির প্রাণভোমরা ছিলেন গ্রিজমান। খেলতেন ক্লাবের নম্বর টেন হিসেবে। কিন্তু বার্সায় যোগ দেওয়ার পর তার ভূমিকা যায় বদলে। এখানে রয়েছেন লিওনেল মেসির মহাতারকা। তাই বাধ্য হয়েই জায়গা বদল করতে হয় তার। বেশির ভাগ ম্যাচেই খেলেন লেফট উইংয়ে অথবা স্ট্রাইকার হিসেবে। যে কারণে নিজেকে সে অর্থে ঠিক মেলে ধরতে পারেননি।

গোলডটকমকে দেওয়া সাক্ষাৎকারে সে বিষয়টিই বলেছেন ওরল্যান্দি, আপনি যদি গ্রিজমানকে লেফট উইংয়ে খেলান তাহলে আমি অবাক হব। তাকে সেরা পজিশনে খেলানোর কথা ভাবা উচিত বার্সা ডিরেক্টরদের। বিশেষ করে এতো টাকা খরচ করে বিশ্বমানের একজন খেলোয়াড় আনার পর তাকে সেরা পজিশনেই খেলতে দিতে হবে।

লা লিগায় লকডাউনের পর একটি ম্যাচেই দুর্দান্ত খেলেছিল বার্সেলোনা, সেটা ছিল ভিয়ারিয়ালের বিপক্ষে। সে ম্যাচে ৪-১ গেলের দাপুটে জয় পায় দলটি। সবচেয়ে বড় কথা সে ম্যাচের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল তাদের হাতে। গ্রিজমান সেদিন ডান প্রান্তে নিজের পছন্দের জায়গায় খেলেছিলেন। ৪-৩-১-২ পদ্ধতির সে ম্যাচে গ্রিজমান ও লুইস সুয়ারেজের পেছনে খেলেছিলেন মেসি। - গোল ডটকম/ ডেইলি স্টার

  • সর্বশেষ
  • জনপ্রিয়