শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৭ দুপুর
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নভেল করোনাভাইরাসের কারণে নির্বাচনী প্রচারণা বাতিল করলেন অং সান সূ চি

সিরাজুল ইসলাম: [২] বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে মঙ্গলবার মিয়ানমার নেত্রীর প্রথম নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার কথা ছিলো। ৮ নভেম্বর দেশটির পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রয়টার্স

[৩] ফেসবুক লাইভে সোমবার সূচি বলেন, করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে স্বাস্থ্যমন্ত্রী তাকে নির্বাচনী প্রচারণায় অংশ না নেয়ার উপদেশ দিয়েছেন। এখন স্বাস্থ্য মন্ত্রণালয় অনেক শক্তিশালী। আমরা অবশ্যই তাদের উপদেশ মেনে চলবো।

[৪] মার্চে দেশটিতে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। নিয়মিতই বাড়ছে শনাক্তের সংখ্যা। রোববার নতুন করে ১০০ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়; যা দৈনিক শনাক্ত বৃদ্ধির হিসেবে সর্বোচ্চ।

[৫] ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির মুখপাত্র মাইও নাইয়ুন্ট বলেন, তাদের প্রচারণা চলবে। ছোট গ্রæপে জনগণের দরজা থেকে দরজায় পতাকা এবং প্রচারপত্র বিলি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন স্বাস্থ্য পরিস্থিতি ভালো না। এ কারণে জনসভা করে প্রচারণা চালানো সম্ভব হবে না।

[৬] মধ্য আগস্ট পর্যন্ত নভেল করোনাভাইরাসের স্থানীয় সংক্রমণ নেই। তবে পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে এ রাজ্যে এক হাজার ৪৬১ জন কোভিড রোগী শনাক্ত এবং ৮ জনের মৃত্যু হয়েছে।

[৭] গত সপ্তাহে সূ চির লেকসাইড হোমের এক কর্মীর শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। সামরিক জান্তার দীর্ঘ দিনের শাসনামলে অবহেলায় দেশটির স্বাস্থ্য বিভাগ নাজুক। ব্যাপকভাবে এ ভাইরাস প্রাদুর্ভাবের আশঙ্কা রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়