এনায়েত উল্লাহ : দু’তিন বছর আগেও ধানমন্ডি লেকের পাড়ে বিকেলে হাঁটতে বেরুতেন। একদিন সামনাসামনি হওয়ার পর স্যালুট দিয়েছিলাম। উনি স্মিত হাসিতে উত্তর দিয়েছিলেন। ১৯৭৫ সালের ৭ নভেম্বরে তথাকথিত সিপাহী বিদ্রোহের সময় সিপাহীরা যখন ‘সিপাহী সিপাহী ভাই ভাই, অফিসারদের রক্ত চাই’ স্লোগান দিয়ে হত্যা লীলায় মেতে উঠেছিলো, তারই একপর্যায়ে তারা কর্নেল আবু ওসমান চৌধুরীর বাসা আক্রমণ করে। তিনি পেছনের দেওয়াল টপকে আত্মরক্ষা করতে পারলেও উনার স্ত্রী সিপাহীদের গুলিতে নিহত হন। ওসমানী ব্যক্তিগত কারণে এই বীরকে সেক্টর কমান্ডারদের উপাধি থেকে তাকে বঞ্চিত করে। আজীবন বঙ্গবন্ধুর পক্ষ নিয়ে জিয়ার রাষ্ট্রদূত হওয়ার লোভ দেখানো সত্ত্বেও ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন। আবারও স্যালুট বীর।