শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:৪৭ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 

জুয়েল বড়ুয়া: [২] মেয়াদোত্তীর্ণ, অননুমোদিত, কাটা ওষুধ সংরক্ষণ ও মোড়কে মুদ্রিত মূল্য মুছে দেওয়ার অভিযোগে নগরীর ৪টি ফার্মেসিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রোববার নগরীর বায়েজিদ ও আকবরশাহ থানা এলাকায় নিয়মিত তদারকিমূলক এ অভিযান পরিচালনা করা হয়।

[৩] এপিবিএন, ৯ এর সহায়তায় অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ, সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এ অভিযানে নেতৃত্ব দেন।

[৪] অভিযান সূত্রে জানা গেছে, বায়েজিদ থানার আরেফিন নগরের আলম মেডিক্যাল হলকে ওষুধের মূল্য ঘষামাজা করায় ২ হাজার টাকা, জনসেবা মেডিসিন সেন্টারকে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় ৩ হাজার টাকা, সেইফ জোন মেডিসিনকে অননুমোদিত যৌন উত্তেজক ওষুধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় ২০ হাজার টাকা জরিমানাসহ এসব ওষুধ ধ্বংস করা হয়। সলিমপুর এলাকার ইসলাম ফার্মেসিকে মেয়াদবিহীন কাটা ওষুধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ১০ হাজার টাকা জরিমানাসহ বর্ণিত ওষুধ ধ্বংস করা হয়।

[৫] উক্ত এলাকার মক্কা স্টোরকে ১০ হাজার টাকা, খন্দকার স্টোরকে ৩ হাজার টাকা, সততা স্টোরকে ৫ হাজার টাকা, আকবরশাহ থানার ফকির হাটের সিরাজ স্টোরকে ৮ হাজার টাকা এবং নিত্যপণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন কারণে এসব স্টোরগুলোকে জরিমানা করা হয়।সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়