ডেস্ক রিপোর্ট : ফলে সংযোগ লাইনে হচ্ছে লিকেজ, ঘটছে দুর্ঘটনা, পুড়ছে মানুষ। গ্যাস পাইপলাইন যেন মৃত্যুফাঁদ! অধিকাংশ নারকীয় দুর্ঘটনা গ্যাস লিকেজ বা বিস্ফোরণ থেকে সৃষ্ট। অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ কিংবা গ্যাসে দমবন্ধ হয়ে মারা যাওয়ার সংখ্যাটা উদ্বেগজনক হয়ে উঠেছে।ইত্তেফাক
ফায়ার সার্ভিসের পরিসংখ্যানে বলা হচ্ছে, রাজধানীতে অগ্নিদুর্ঘটনার প্রায় ৩০ ভাগই গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে। গত এক বছরে ছোট-বড় মিলে প্রায় ১ হাজারটি অগ্নিকাণ্ডের জন্য দায়ী গ্যাস। তিতাস গ্যাস বলছে, মেয়াদ উত্তীর্ণ পাইপলাইন বদলানো জরুরি। কিন্তু এ নিয়ে নেই কোনো পদক্ষেপ। বিশেষজ্ঞরা বলছেন, কর্তৃপক্ষের অবহেলা, পুরোনো লাইন মেরামতে গড়িমসি আর জবাবদিহিতার অভাবেই অগ্নিকাণ্ড ও প্রাণঘাতী ঘটনা বন্ধ হচ্ছে না।
একেকটি বড় দুর্ঘটনার পর তিতাস ও ডিটিসিএলের তদন্ত কমিটি হয়। কমিটির অন্যতম সুপারিশ থাকে নিয়মিত লিকেজ সার্ভে করতে হবে। কিন্তু বাস্তবায়ন যে আলোর মুখ দেখেনি তা নারায়ণগঞ্জ বিস্ফোরণেই স্পষ্ট। ডিটিসিএলের সাবেক ডিজিএম যিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাসরত, আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ খন্দকার সালেক বলেন, লাইনগুলো মেরামত করা না হলে সামনে ঘটতে পারে আরো ভয়াবহ দুর্যোগ। ডিস্ট্রিবিউশন সিস্টেমে ৭০ আর ৮০ দশকে যে লাইনগুলো হয়েছে সেগুলো ডিপ্রেসারাইজ করে রিপ্লেস করা দরকার।
জ্বালানি বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম. তামিম বলেন, ঢাকা শহর গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। যদি বড় ধরনের ভূমিকম্প হয় তবে গ্যাস চেম্বার হয়ে থাকা এই রাজধানীর কি হবে তা আসলে কেউই জানেন না। এ বিষয়ে তিতাস গ্যাসের একজন পরিচালক জানান, তিতাসের বহু পাইপলাইন অনেক পুরোনো হয়ে গেছে। এ কারণে লিকেজের ঘটনা ঘটছে। আমরা তাত্ক্ষণিক মেরামতের কাজ করছি। পাশাপাশি দীর্ঘমেয়াদে যাতে এই সমস্যা আর না থাকে সেজন্য পুরোনো পাইপলাইন বদলে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে বিদ্যুত্ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, গ্যাস বিতরণ ব্যবস্থা ঢেলে সাজাতে পুরোনো পাইপলাইন সরিয়ে নতুন করে পাইপ স্থাপনে বড় প্রকল্প নিয়ে কাজ করছে সরকার।
জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম বলেন, ৭ হাজার কিলোমিটার পাইপলাইনের মধ্যে ৫ হাজার পুরোনো হয়ে গেছে, একের পর এক লিকেজের ঘটনা ঘটছে, বিস্ফোরণ এবং আগুনের ঘটনা ঘটছে।
জানা গেছে, তিতাসের মোট ১২ হাজার ২৫৩ কিলোমিটার পাইপলাইন রয়েছে। গ্রাহক সংখ্যা ২০ লাখেরও বেশি। মোট পাইপলাইনের মধ্যে ঢাকায় রয়েছে ৭ হাজার। ঢাকার আশেপাশে অর্থাত্ নরসিংদী, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর এবং কিশোরগঞ্জে তিতাসের পাইপলাইন আছে।