শিরোনাম
◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত ◈ ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে কেবল দুধেল গাভী হিসেবে দেখেন ◈ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ◈ নারী বিশ্বকাপ কাবা‌ডি‌তে চাই‌নিজ তাই‌পের কা‌ছে হে‌রে গে‌লো ইরান ◈ ভারতের অসহায় সখিনা বেগম ঢাকার আদালতে, জামিন হয়নি শুনে অঝোরে কাঁদলেন মেয়ে ◈ শেখ হাসিনা-কামালকে দেশে আনতে যে পথে হাঁটছে সরকার

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ০১:৪৪ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ০১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে স্কুল ছাত্রীর মাকে জুতা পেটার ঘটনায় সেই বখাটে আটক

এএইচ রাফি: [২] ব্রাহ্মণবাড়িয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রকাশ্যে এক স্কুল ছাত্রীর মাকে জুতা পেটা করার ঘটনায় বখাটে ইমন (৩৫)কে আটক করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের দক্ষিণ পৈরতলার মাজার শেখ জালাল মাজার গেইট এলাকার একটি সমিল থেকে তাকে আটক করা হয়। সে ওই এলাকার মৃত দুলু মিয়ার ছেলে।

[৩] ওই স্কুল ছাত্রীর পরিবার ও স্কুল সূত্রে জানা যায়, জেলা শহরের সরকার পাড়ার সেন্ট্রাল রেসিডেন্সিয়াল স্কুলের ৮ম শ্রেনীতে পড়াশোনা করে ওই ছাত্রী। দক্ষিণ পৈরতলায় বাসা থেকে স্কুলে আসা যাওয়ার সময় ওই স্কুল ছাত্রীকে প্রায় সময় উত্ত্যক্ত করতো একই এলাকার মৃত দুলু মিয়ার ছেলে ইমন। এই ঘটনায় ওই স্কুল ছাত্রীর পরিবার প্রতিবাদ করলে তাদেরকে নানানভাবে হুমকি প্রদান করে ও তার পিতা মারধোর করে। ঘটনাটি স্কুলের প্রধান শিক্ষককে জানালে, প্রধান শিক্ষকে স্থানীয় পৌর কাউন্সিলরকে জানাতে বলেন।

[৪] পৌর কাউন্সিলরকে জানালেও তিনি তেমন কোন ব্যবস্থা নেননি। পরবর্তীতে ওই স্কুল ছাত্রীর পরিবার তাদের ভাড়া বাসা বদল করে ফেলে। তারপরও ওই বখাটে স্কুল ছাত্রীর বাসার সামনে এসে বসে থাকে। শনিবার দুপুরে ওই স্কুল ছাত্রীর মা তাদের পুরাতন বাসা এলাকার একটি দোকান থেকে মালামাল আনতে যায়। এসময় বখাটে ইমন ওই স্কুল ছাত্রীর মাকে পথিমধ্যে পেয়ে পায়ের জুতা খুলে মারধোর করে আহত করে। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

[৫] খবর পেতে বিকেলে দক্ষিণ পৈরতলা এলাকার একটি স মিল থেকে বখাটে ইমনকে আটক করেছে পুলিশ।

[৬] এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান বলেন, ঘটনা খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত ইমনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় ওই স্কুল ছাত্রীর পিতা বাদি হয়ে অভিযোগ দায়ের করেছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়