শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০২:২১ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনের আগ্রাসন মানব না, একটুও জমি ছাড়বে না ভারত, জানালেন পররাষ্ট্রসচিব শ্রিংলা

রাশিদুল ইসলাম : [২] ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, গত কয়েকদশক ধরেই দুই দেশের সীমান্ত সমস্যা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভারত সবসময়েই শান্তির পথে এগিয়েছে। কখনও চায়নি সীমান্তে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে দু’তরফের সেনারই প্রাণহানি হোক। কিন্তু তাই বলে অন্যায়ভাবে অনুপ্রবেশের চেষ্টাও মেনে নেওয়া হবে না। দি ওয়াল

[৩] তিনি বলেন চীনের নর কোনও আগ্রাসনই মানবে না ভারত। আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে কোনও আপোস নয়। চীনকে একটুও জমি ছাড়বে না ভারতের বাহিনী। দেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ ছুড়লে তার যোগ্য জবাব পাবে চীন।

[৪] ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স (আইসিডব্লিউএ)-এর বৈঠকে শ্রিংলা বলেছেন, ভারতের অখণ্ডতা সবচেয়ে আগে। নিরাপত্তা ও প্রতিরক্ষার সঙ্গে কোনও আপোস করা হবে না। ভারত যেহেতু দায়িত্বশীল দেশ তাই শান্তি আলোচনার পথ খোলা রাখবে। উত্তেজনা প্রশমনের চেষ্টাও করা হবে। সীমান্ত সমস্যা নিয়ে যদি শান্তিপূর্ণ পথে হাঁটতে রাজি না হয় চীন, তাহলে ভারতও তার শক্তি দেখাতে পিছপা হবে না। সীমান্তে কোনওরকম আগ্রাসনকেই প্রশ্রয় দেবে না ভারতের সেনাবাহিনী।

[৫] শ্রিংলা বলেন, গত কয়েকদশক ধরেই দুই দেশের সীমান্ত সমস্যা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভারত কখনও চায়নি সীমান্তে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে দু’তরফের সেনারই প্রাণহানি হোক। কিন্তু তাই বলে অন্যায়ভাবে অনুপ্রবেশের চেষ্টাও মেনে নেওয়া হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়