রাশিদুল ইসলাম : [২] ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, গত কয়েকদশক ধরেই দুই দেশের সীমান্ত সমস্যা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভারত সবসময়েই শান্তির পথে এগিয়েছে। কখনও চায়নি সীমান্তে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে দু’তরফের সেনারই প্রাণহানি হোক। কিন্তু তাই বলে অন্যায়ভাবে অনুপ্রবেশের চেষ্টাও মেনে নেওয়া হবে না। দি ওয়াল
[৩] তিনি বলেন চীনের নর কোনও আগ্রাসনই মানবে না ভারত। আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে কোনও আপোস নয়। চীনকে একটুও জমি ছাড়বে না ভারতের বাহিনী। দেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ ছুড়লে তার যোগ্য জবাব পাবে চীন।
[৪] ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স (আইসিডব্লিউএ)-এর বৈঠকে শ্রিংলা বলেছেন, ভারতের অখণ্ডতা সবচেয়ে আগে। নিরাপত্তা ও প্রতিরক্ষার সঙ্গে কোনও আপোস করা হবে না। ভারত যেহেতু দায়িত্বশীল দেশ তাই শান্তি আলোচনার পথ খোলা রাখবে। উত্তেজনা প্রশমনের চেষ্টাও করা হবে। সীমান্ত সমস্যা নিয়ে যদি শান্তিপূর্ণ পথে হাঁটতে রাজি না হয় চীন, তাহলে ভারতও তার শক্তি দেখাতে পিছপা হবে না। সীমান্তে কোনওরকম আগ্রাসনকেই প্রশ্রয় দেবে না ভারতের সেনাবাহিনী।
[৫] শ্রিংলা বলেন, গত কয়েকদশক ধরেই দুই দেশের সীমান্ত সমস্যা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভারত কখনও চায়নি সীমান্তে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে দু’তরফের সেনারই প্রাণহানি হোক। কিন্তু তাই বলে অন্যায়ভাবে অনুপ্রবেশের চেষ্টাও মেনে নেওয়া হবে না।