জাকির তালুকদার: ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমকে তার বাংলোতে ঢুকে হত্যা চেষ্টা। এমন ঘটনায় দুঃখিত হবে যে কেউ। গতকাল খবরে দেখলাম এক যুবক ছুরি হাতে থানাতে ঢুকে পুলিশকে জখম করেছে। এইসব ঘটনা আলাদা একটি দিককে প্রস্ফুটিত করে তোলে। তা হচ্ছে এই দেশে নিরাপদ নয় কেউ। প্রতিদিন মানুষ মরছে, বিভিন্ন নির্যাতনের শিকার হচ্ছে, অব্যাহত চাঁদাবাজির শিকার হচ্ছে, শিশু অপহরণ হচ্ছে, নারীরা ধর্ষিতা হচ্ছে, জমি বেদখল হয়ে যাচ্ছে। কয়টা ঘটনা জনসমক্ষে প্রচারিত হয়? আর বিচারই বা কয়টার হচ্ছে? দেশটাকে এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে সরকারগুলো, আমলাতন্ত্র, রাজনীতিবিদরা। যেখানে ন্যায়বিচার পাওয়া সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। আর সেই সাথে নিরাপত্তাহীনতা। দুষ্কৃতিকারী যদি শাস্তি না পায়। তাহলে তাদের সাহস বাড়তে থাকে। সাধারণ মানুষের ওপর হামলা চালাতে চালাতে একসময় প্রশাসন বা ওপরের লোকদের প্রতিও হামলা প্রসারিত করতে থাকে। তারই লক্ষণ দেখতে পাচ্ছি কী। ফেসবুক থেকে