শিরোনাম
◈ ট্রাম্পকে ইরানের নেতাদের ‘হত্যা’র আহ্বান মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের ◈ সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ◈ ৫০ বছর আগের চুক্তিতে বাংলাদেশের ট্রানজিট চায় নেপাল ◈ ‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’: প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ◈ কাশ্মীর সীমান্তে একাধিক পাকিস্তানি ড্রোন শনাক্ত: সর্বোচ্চ সতর্কতায় ভারতীয় বাহিনী ◈ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ থামছেই না: বাড়ছে আতঙ্ক, ঝুঁকিতে যাত্রীরা ◈ এবার বাংলাদেশের ওপর নজরদারি বাড়াতে নতুন নৌঘাঁটি বানাচ্ছে ভারত ◈ ভিয়েতনামে ২০ বছরের মধ্যে আসিয়ানের সবচেয়ে বড় তেলের মজুত সন্ধান! ◈ কাউন্সিল হ্যা বললে ২য় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে না: হাইকোর্ট (ভিডিও) ◈ এক-দুই দিনের মধ্যে ২০-২৫ আসনে প্রার্থী ঘোষণা দেবে এনসিপি

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সরকারের নীতি পুরোপুরি সমর্থন করে সেনা বাহিনী, আল-জাজিরাকে ইমরান খান

ইমরুল শাহেদ: [২] সেনা বাহিনীর সঙ্গে সরকারের সম্পর্কের বিষয়টি উল্লেখ করতে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বৃহস্পতিপার বলেছেন, সরকার অনুসৃত নীতি সেনা বাহিনী সমর্থন করে, হোক সেটা ভারত বা আফগানিস্তানের ক্ষেত্রেও। ডন

[৩] ইমরান সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে রিমোট ভিডিও লিংকের মাধ্যমে আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন তিনি।

[৪] সরকারের গুরুত্বপূর্ণ পদগুলোতে উর্ধ্বতন সেনা কর্মকর্তাদের কেন নিয়োগ দেওয়া হয়েছে, বিশেষ করে যখন আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট পদগুলোতে বেসামরিক লোকজনের নিয়োগ প্রয়োজন ছিল, জানতে চাইলে ইমরান খানকে বাহ্যত বিমর্ষ মনে হয়।

[৫] তিনি উল্টো প্রশ্ন করেন, ‘আন্তর্জাতিক ভাবমূর্তি আবার কী’। তিনি বলেন, ‘আমার সরকার গণতান্ত্রিক। আমরা নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় এসেছি। কেউ বলতে পারবেন না আমাদের নির্বাচন প্রশ্নবিদ্ধ। যদি বিরোধী দলের কেউ একজনও বলতে পারেন, অন্তত একটি আসনে নিরপেক্ষ নির্বাচন হয়নি, তাহলে আমরা সে আসন মুক্ত করে দেব।’

[৬] এক প্রশ্নের জবাবে সেনা বাহিনীর উপর পর্যায়ের সঙ্গে সম্পর্কের বিষয়টি বর্ণনা করে ইমরান খান বলেন, পাকিস্তানের ইতিহাসে এটা আছে যে কোনো বেসামরিক সরকারের সঙ্গেই সেনা বাহিনীর সম্পর্ক স্বাভাবিক ছিল না। তিনি বলেন, ‘আমাদের মধ্যে সম্পর্ক চমৎকার। আমরা একসঙ্গে কাজ করছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়