লাইজুল ইসলাম: [২] জুলাই মাসের প্রথম দিকে প্রতিদিন নমুনা সংগ্রহ হতো ২৫ হাজারের ওপরে। তখন টেস্ট হতো প্রতিদিন ২০ হাজারের ওপরে। কিন্তু সরকার যখন থেকে ফি নির্ধারণ করলো তখন থেকে নমুনা সংগ্রহ কমতে শুরু করে। এর সঙ্গে কমতে শুরু করে টেস্ট। বর্তমানে প্রতিদিন নমুনা সংগ্রহ ও টেস্ট ১৫ হাজারের নিচেই থাকছে।
[৩] ইতোমধ্যে মন্ত্রণালয়ে গঠিত টাস্কফোর্স নির্দেশনা দিয়েছে ফ্রি নমুনা সংগ্রহের জন্য। এই বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এখনই এ বিষয়ে অধিদপ্তরের কেউ সরাসরি কথা বলতে রাজি নয়। বিষয়টির ওপর যেহেতু সিদ্ধান্ত নিবে সরকার।
[৪] স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম সাম্প্রতিক সময়ে বলেন, আমরা কিছু পদ্ধতি আবারও শুরু করবো। দেশের সব গণমাধ্যমকে আমরা বিজ্ঞাপন দিচ্ছি। এর মাধ্যমে মানুষের ভেতরে সচেতনতা বৃদ্ধি হবে। এলাকাভিত্তিক মাইকিং পরিচালনার কাজ চলছে। তবে টেস্ট ফ্রি করার বিষয়ে তিনি কিছু বলেননি।
[৫] স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা বলেন, কয়েক লাখ কিট পরে আছে ল্যাবগুলোতে। এগুলোর ব্যবহার দ্রুত সময়ের মধ্যে করতে হবে। তাই ফ্রি টেস্টের দিকে আবারও ঝুকতে পারে স্বাস্থ্য অধিদপ্তর। সম্পাদনা : খালিদ আহমেদ