শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ০৭:০৭ সকাল
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ০৭:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীনতা আর শেখ হাসিনা দিচ্ছেন উন্নয়ন : পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান

 

ডেস্ক রিপোর্ট : পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করেন। তাই দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। শেখ মুজিব দিয়েছেন স্বাধীনতা, আর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিচ্ছেন দেশের উন্নয়ন। এ সরকারের কাছে কোন শ্রেণি বিভেদ নেই। এ সরকার ভিন্ন ধরনের সরকার। প্রধানমন্ত্রী সব সময় চান পিছিয়েপড়া মানুষের জন্য কাজ করতে। তিনি সাধারণ মানুষের দু:খ কষ্ট বুঝতে পারেন। এ সরকার কোন সাধারণ সরকার নয়। তাই তিনি পিছিয়েপড়া হাওর এলাকা, পাহাড়ি এলাকাসহ সকল এলাকার অত্যন্ত সাধারণ মানুষের জন্য কাজ করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সভাপতি লতিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমি সাধারণ মানুষের মধ্য থেকে এসেছি। এখন দুধ আর মাখন খেয়েও পান্তা ভাতের কথা ভুলি নাই। আমি সব সময় পিছিয়েপড়া হাওরের জনপদ সুনামগঞ্জের কথা সুনামগঞ্জের উন্নয়নের কথা ভাবি। আমিও সাধারণ মানুষের কষ্ট বুঝতে পারি।

সংগঠনের সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী ও দপ্তর সম্পাদক আমিনুল হকের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুজিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-২ আসনের এমপি ড. জয়া সেনগুপ্তা, সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৪ আসনের এমপি পীর ফজলুর রহামন মিসবাহ, সিলেট ও সুনামগঞ্জ সংরক্ষিত আসনের এমপি শামীমা আক্তার খানম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূরুল হুদা মুকুট, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমান, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুর হুদা চপল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীর। অনুষ্ঠানে শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ।

পরে সদর উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী।
সূত্র- ঢাকা টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়