শিরোনাম
◈ অগ্রণী ব‌্যাং‌কের ভ‌ল্টে শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণালংকার  ◈ ভারতে মুসলিম ছাত্রদের মূর্তির পায়ে হাত দিয়ে প্রণাম করতে আর মাথা নোয়াতে বাধ্য করলো হিন্দু চরমপন্থীরা  ◈ ২০ ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে কড়াইল বস্তির ভয়াবহ আগুন ◈ দেড় দশক ঘরছাড়া, তবুও দেশ ছাড়িনি: জামায়াত আমির ◈ বাংলাদেশ ইতিহাস গড়তে যাচ্ছে—ফরাসি রাষ্ট্রদূতকে ড. ইউনূস ◈ গণভোট অধ্যাদেশ ২০২৫ প্রকাশ: জাতীয় সনদের সংস্কার প্রশ্নে ভোট দেবেন জনগণ ◈ কড়াইল বস্তিতে দাউদাউ আগুন: পাইপ কাটা ও পানির সংকটে ফায়ার সার্ভিসের চ্যালেঞ্জ ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ‌টি-টোয়েন্টি সিরিজ খেলতে ৩০ ন‌ভেম্বর আসছে পাকিস্তান নারী দল  ◈ চুপ থাকুন, আপনাকেও আসামি করা হতে পারে, ট্রাইব্যুনালের শুনানিতে আসামিপক্ষের আইনজীবীকে চিফ প্রসিকিউটর ◈ শাহজালালে কার্গো ভিলেজে আগুনের ঘটনা নাশকতা নয়: প্রেস সচিব

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ১০:১১ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ১০:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালকিনিতে পুকুর থেকে অজ্ঞাত মানসিক প্রতিবন্ধি যুবতীর লাশ উদ্ধার

এইচ এম মিলন: [২] মাদারীপুরের কালকিনিতে একটি পুকুর থেকে ২৫ বছর বয়সী এক অজ্ঞাত মানসিক প্রতিবন্ধি যুবতীর মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে নিহতের উদ্ধারকৃত লাশ মর্গে প্রেরণ করা হয়। তবে নিহতের সঠিক কোন পরিচয় না মেলায় লাশ নিয়ে মহাবিপাকে পরেছেন থানা পুলিশ।

[৩] পুলিশ ও এলাকা সুত্রে জানাগেছে, বেশ কিছুদিন আগে এক অজ্ঞাত মানসিক প্রতিবন্ধি যুবতী স্বেচ্ছায় কালকিনি পৌর এলাকার কাশিমপুর গ্রামের মুক্তিযোদ্ধা সেকান্দার সরদারের বাড়িতে আশ্রায় নেন। সেই বাড়িতে তিনি একটি পরিত্যক্ত ঘরে বসবাস করে আসছিলেন। এবং কি ওই বাড়ির লোকজন প্রতিবন্ধিকে থাকা খাওয়ার সকল সুব্যবস্থ্য করে দেন। এ সুবাধে ওই প্রতিবন্ধি বৃহস্পতিবার সন্ধ্যায় ওই বাড়ির পুকুর ঘাটে থালা ধুইতে গিয়ে পাঁ পিছলে পড়ে গিয়ে পানিতে ডুবে মারা যায়।

[৪] পরে কালকিনি থানা পুলিশ খবর পেয়ে প্রতিবন্ধি যুবতীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেন। এদিকে ওই নিহত প্রতিবন্ধি যুবতীর কোন পরিচয় না মেলায় দাফন কার্যক্রম নিয়ে মহাবিপদে পড়েছেন থানা পুলিশ।

[৫] মুক্তিযোদ্ধা সেকান্দার সরদার বলেন, নিহত মানসিক প্রতিবন্ধি প্রথম আমাদের বাড়িতে আশ্রায় নিয়েছিলো। পুকুর ঘাটে সে কাজ করতে গিয়ে পানিতে ডুবে মাড়া গেছে। কিন্তু সে জীবিত থাকা অবস্থায় তার কোন পরিচয় আমাদের বলতে পারেনি। শুধু বলতে পারতো তার নাম সাবিনা। কিন্তু তাও সঠিক কিনা সন্দেহ আছে।

[৬] এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো.নাছির উদ্দিন মৃধা বলেন, নিহত মানসিক প্রতিবন্ধির ঠিকানা আমরা খুঁজছি। কিন্তু তার কোন ঠিকানা পাওয়া যাচ্ছেনা। তার সঠিক ঠিকান বা পরিচয় মিললে আমরা নিহতের লাশ বাড়িতে পৌছে দিতে পারতাম। এখন নিহতের লাশ নিয়ে আমরা মহা ঝামেলায় পড়েছি। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়