এইচ এম মিলন: [২] মাদারীপুরের কালকিনিতে একটি পুকুর থেকে ২৫ বছর বয়সী এক অজ্ঞাত মানসিক প্রতিবন্ধি যুবতীর মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে নিহতের উদ্ধারকৃত লাশ মর্গে প্রেরণ করা হয়। তবে নিহতের সঠিক কোন পরিচয় না মেলায় লাশ নিয়ে মহাবিপাকে পরেছেন থানা পুলিশ।
[৩] পুলিশ ও এলাকা সুত্রে জানাগেছে, বেশ কিছুদিন আগে এক অজ্ঞাত মানসিক প্রতিবন্ধি যুবতী স্বেচ্ছায় কালকিনি পৌর এলাকার কাশিমপুর গ্রামের মুক্তিযোদ্ধা সেকান্দার সরদারের বাড়িতে আশ্রায় নেন। সেই বাড়িতে তিনি একটি পরিত্যক্ত ঘরে বসবাস করে আসছিলেন। এবং কি ওই বাড়ির লোকজন প্রতিবন্ধিকে থাকা খাওয়ার সকল সুব্যবস্থ্য করে দেন। এ সুবাধে ওই প্রতিবন্ধি বৃহস্পতিবার সন্ধ্যায় ওই বাড়ির পুকুর ঘাটে থালা ধুইতে গিয়ে পাঁ পিছলে পড়ে গিয়ে পানিতে ডুবে মারা যায়।
[৪] পরে কালকিনি থানা পুলিশ খবর পেয়ে প্রতিবন্ধি যুবতীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেন। এদিকে ওই নিহত প্রতিবন্ধি যুবতীর কোন পরিচয় না মেলায় দাফন কার্যক্রম নিয়ে মহাবিপদে পড়েছেন থানা পুলিশ।
[৫] মুক্তিযোদ্ধা সেকান্দার সরদার বলেন, নিহত মানসিক প্রতিবন্ধি প্রথম আমাদের বাড়িতে আশ্রায় নিয়েছিলো। পুকুর ঘাটে সে কাজ করতে গিয়ে পানিতে ডুবে মাড়া গেছে। কিন্তু সে জীবিত থাকা অবস্থায় তার কোন পরিচয় আমাদের বলতে পারেনি। শুধু বলতে পারতো তার নাম সাবিনা। কিন্তু তাও সঠিক কিনা সন্দেহ আছে।
[৬] এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো.নাছির উদ্দিন মৃধা বলেন, নিহত মানসিক প্রতিবন্ধির ঠিকানা আমরা খুঁজছি। কিন্তু তার কোন ঠিকানা পাওয়া যাচ্ছেনা। তার সঠিক ঠিকান বা পরিচয় মিললে আমরা নিহতের লাশ বাড়িতে পৌছে দিতে পারতাম। এখন নিহতের লাশ নিয়ে আমরা মহা ঝামেলায় পড়েছি। সম্পাদনা: সাদেক আলী