আসিফুজ্জামান পৃথিল: [২] সোমরার দক্ষিণ লস অ্যাঞ্জেলসে ২৯ বছর বয়সী ডিজন কিজেকে গুলি করে কাউন্টি শেরিফের ডেপুটিরা। শেরিফ ডিপার্টমেন্ট মঙ্গলবার রাতে এই তথ্য নিশ্চিত করেছে। সিএনএন
[৩] শেরিফ ডিপার্টমেন্টের দেয়া তথ্যমতে, ডেপুটিরা এক বাইকচালকে ট্রাফিক আইন ভাঙার অপরাধে থামতে বলে। কিন্তু তিনি তার বাইক ফেলে দৌঁড় দিলে ডেপুটিরা তার পিছু নেয়। এসময় এক ডেপুটি তাকে ধরে ফেললে সে তার মুখে ঘুসি মারে। এবং নিজের হাতে থাকা কাপড়ের পুটলি ফেলে পালায়। এসময় ডেপুটিরা খেয়াল করেন এই পুটলিতে একটি কালো অট্যোমেটিক হ্যান্ডগান রয়েছে। এটি দেখে তারা ওই ব্যক্তিকে কয়েকটি গুলি করেন। ঘটনাস্থল থেকে হ্যান্ডগানটি উদ্ধার তরা হয়েছে। লস অ্যাঞ্জেলস টাইমস
[৪] এরপর যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ শহরটিতে বিক্ষোভ শুরু হয়। এমন সময় এই ঘটনা ঘটলো, যথন বর্ণবাদ বিরোধী ও পুলিশি নির্যাতনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র উত্তাল রয়েছে। সম্পাদনা: ইকবাল খান