শিরোনাম
◈ গ্যাস সরবরাহ নিয়ে গ্রাহকদের জন্য বড় দুঃসংবাদ ◈ জাতীয় নির্বাচন ও গণভোট: ভোটগ্রহণে ব্যালট বাক্স হারালে বা ছিনিয়ে নিলে কী করা হবে জানাল ইসি ◈ শেষ ওভারের নাটকীয়তায় চট্টগ্রামের জয় ◈ বি‌সি‌বি প‌রিচাল‌কের স্ট‌্যাটাস, তামিম ইকবাল ভার‌তের দালাল ◈ হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে আবেদন মুন্সীর ◈ তারেক রহমানের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ ◈ ভেনেজুয়েলার পর এবার মেক্সিকোতে স্থল হামলার ঘোষণা ট্রাম্পের ◈ গ্রিনল্যান্ডে পা দিলে ‘আগে গুলি, পরে প্রশ্ন’, ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি ডেনমার্কের ◈ সংসদ নির্বাচ‌নের পর বিএনপি ও জামায়াত কি জাতীয় সরকার গঠন করবে? ◈ কড়া নিরাপত্তায় শুরু প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক নিয়োগ পরীক্ষা

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২০, ১০:৪১ দুপুর
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২০, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে কোটচাঁদপুরে সার্ভেয়ারের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি: [২] ঝিনাইদহের কোটচাঁদপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মহিদুল ইসলাম (৪৭) নামে এক সার্ভেয়ারের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বলাবাড়িয়া গ্রামের মোহাম্মদ মন্ডলের ছেলে। এই নিয়ে করোনা ভাইরাসে ঝিনাইদহে ৩১ জনের মৃত্যু হলো।

[৩] এদিকে কুষ্টিয়ার পিসিআর ল্যাব থেকে বুধবার সকালে পাঠানো ৩৭টি নমুনার মধ্যে ১০ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে শৈলকুপায় ৩, কালীগঞ্জে ৫ ও মহেশপুরে ২ জন রয়েছে। এই নিয়ে জেলার ৬ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৬৬২ জনে।

[৪] এ পর্যন্ত সুস্থ হয়েছে ১০২৩ জন। ঝিনাইদহ অস্থায়ী করোনা হাসপাতালে (শিশু হাসপাতাল) চিকিৎসাধীণ আছে ১৮ জন রোগী।

[৫] ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো.আব্দুল হামিদ খান বুধবার (২ সেপ্টেম্বর) ই-মেইল বার্তায় জানান, করোনা উপসর্গ নিয়ে মহিদুল ইসলাম গত ৭ আগস্ট হাসপাতালে ভর্তি হন। ২৪ আগস্ট তার শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

[৬] বুধবার (২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের কোটচাঁদপুরের ফিল্ড সুপারভাইজার মাওলানা আসাদুল্লাহ’র নেতৃত্বে লাশ দাফন কমিটি মহিদুলের মৃতদেহ বলাবাড়িয়া গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করে।

[৭] ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন গঠিত লাশ দাফন কমিটি এ পর্যন্ত ৫২ জন করোনা আক্রান্ত ও করোনা উপসর্গে মৃত ব্যক্তিকে দাফন করেছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উপপরিচালক মো. আব্দুল হামিদ খান উল্লেখ করেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়