শিরোনাম
◈ সাগর খালি, ঘাট নীরব: কক্সবাজারে সামুদ্রিক মাছের সংকট ◈ প‌রিচালক নাজমুল বি‌সি‌বি থে‌কে পদত‌্যাগ না করা পর্যন্ত  মাঠে নামবেন না ক্রিকেটাররা: সংবাদ স‌ম্মেল‌নে কোয়াব সভাপ‌তি ◈ সাফ ফুটসাল চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পে বাংলা‌দে‌শের কা‌ছে পাত্তাই পে‌লো না ভারত ◈ জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনায় তাড়াহুড়ো কেন, প্রশ্ন সিপিডির  ◈ অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি ◈ ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা, ৫০ আসন ফাঁকা রেখেই সমঝোতা ১০ দলের! ◈ বিপিএলের ম্যাচ দেখতে না পারায় মিরপুর স্টেডিয়ামের বাইরে বিক্ষুব্ধ জনতার ভাংচুর (ভিডিও) ◈ দাবি আদায়ে বারবার সড়ক অবরোধের প্রবণতা, দায় কার? ◈ রাস্তায় দাঁড়িয়ে নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের কথা শুনলেন তারেক রহমান ◈ শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড়, পুনঃতদন্তের নির্দেশ

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৫৭ সকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের সময় বাড়ালো তুরস্ক; গ্রিসের প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট : তুরস্ক পূর্ব ভূমধ্যসাগরের বিরোধপূর্ণ এলাকায় তেল-গ্যাস অনুসন্ধান তৎপরতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। আজ ওই এলাকায় তুরস্কের অনুসন্ধান তৎপরতা বন্ধ হয়ে যাবে বলে এর আগে ধারণা করা হলেও বাস্তবে তা ঘটেনি।

গতরাতে সোমবার আঙ্কারা অনুসন্ধান তৎপরতার সময়সীমা আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে। প্রাথমিক ঘোষণা অনুযায়ী আজ ১ সেপ্টেম্বর পর্যন্ত অনুসন্ধান তৎপরতা চালানোর কথা ছিল।

নতুন সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছে প্রতিবেশী দেশ গ্রিস। তুর্কি পদক্ষেপকে বেআইনি আখ্যা দিয়েছে গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে ওই অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।

গত ২৪ আগস্ট ভূমধ্যসাগরের বিতর্কিত সমুদ্রসীমায় অনুসন্ধান চালানোর ঘোষণা দেয় তুরস্কের গবেষণা জাহাজ অরুচ রেইস। এর আগে সোমবার উত্তেজনা নিরসনে তুরস্ককে আলোচনার আহ্বান জানায় ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা। পূর্ব ভূমধ্যসাগরে কোনো একতরফা পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকারও আহ্বান জানায় তারা। তারপরও ওই অঞ্চলে অনুসন্ধান কাজের সময়সীমা বাড়ানোর ঘোষণা দিল তুরস্ক।

এর প্রতিক্রিয়ায় গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছে তাতে বলা হয়েছে, ‘তুরস্ক আলোচনার আহ্বান উপেক্ষা এবং উসকানি বাড়ানো অব্যাহত রেখেছে। তুরস্কের সঙ্গে বিরোধে গ্রিসের পক্ষে অবস্থান নিয়েছে ফ্রান্স। পার্সটুডে, নয়া দিগন্ত

  • সর্বশেষ
  • জনপ্রিয়