শাহানুজ্জামান টিটু : [২] লেবার পার্টির চেয়ারম্যান বলেন, ওয়ানইলেভেন প্রেক্ষাপট থেকে দেশের রাজনৈতিক দলগুলো শিক্ষা নিতে ব্যর্থ হয়েছে। বিগত একযুগে আওয়ামী লীগের সীমাহিন লুটপাট ও একদলীয় কর্তৃত্ববাদী দুঃশাসনে বাংলাদেশ একটি অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিনত হয়েছে। রাজনৈতিক বিভেদ, প্রতিহিংসা, দোষারোপ ও প্রতিপক্ষ বিরোধী শক্তি নির্মুলের আকাংখা দেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে ধাবিত করছে।
[৩] ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেন, দেশের বর্তমান করোনা ও বন্যা পরিস্থিতি, রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট, লুটপাট ও দুর্নীতি রোধ, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংলাপ ও সমঝোতা সময়ের দাবী। এক্ষেত্রে দেশের নাগরিক সমাজকে সক্রিয় উদ্যোগ নেয়ার আহবান জানান।
[৪] তিনি বলেন, শেখ হাসিনা ও খালেদা জিয়াকে এক টেবিলে বসতে হবে। দেশের স্বার্থে দুর্নীতি ও প্রতিহিংসামুক্ত গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে। কেননা রাজনৈতিক ভাবে গণতান্ত্রিক শক্তি সমঝোতায় ব্যর্থ হলে অগনতান্ত্রিক তৃতীয় শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার সমুহ সম্ভাবনা রয়েছে।
[৫] মঙ্গলবার বাংলাদেশ লেবার পার্টির সাংগঠনিক মাসের উদ্বোধনী সভায় ইরান একথা বলেন।
[৬] বক্তব্য রাখেন লেবার পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান, ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম সিয়াম, ঢাকা দক্ষিন লেবার পার্টির সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক হুমাউন কবীর, লেবার পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম সাদী, বাংলাদেশ যুবমিশন আহবায়ক মোহেবুল্লাহ আল মেহেদী, বাংলাদেশ ছাত্রমিশন সাধারন সম্পাদক শরিফুল ইসলাম ও যুগ্ম-সম্পাদক সাব্বির আহমেদ প্রমুখ।