শিরোনাম
◈ মজুদ প্রচুর, তবুও দুই দিনে পেঁয়াজের দাম হঠাৎ বাড়ল ৪০ টাকা ◈ লবণ উৎপাদনে ধস: আমদানি অনুমতিতে দামপতন, বিপাকে চাষী–মিল মালিক ◈ খালেদা জিয়াকে লন্ডন নেয়ার বিষয়ে সিদ্ধান্ত আজ রাতে ◈ মান‌বিক সাহায্যের হাজার হাজার ত্রাণবাহী ট্রাক গাজার বারমুডা ট্রায়াঙ্গলে উধাও ◈ ‌বিশ্বকাপ ফুটবল, শক্তিশালী নরওয়েকে নিয়ে কঠিন গ্রুপে ফ্রান্স ◈ ফুটবল নি‌য়ে বিপা‌কে তুরস্ক,  জুয়া-ম্যাচ ফিক্সিংয়ে গ্রেপ্তার ২৭ খে‌লোয়াড়  ◈ যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে যাত্রীদের পোশাক নিয়ে নতুন বিতর্ক, প্রতিবা‌দে যাত্রী‌রা পায়জামা প‌রে হা‌জির ◈ বিশ্বকা‌পে মেসির খেলা নি‌য়ে আবা‌রো বাড়‌লো জল্পনা  ◈ সমমনাদের অসন্তোষ বাড়ছে, আসন বণ্টনে বিএনপি-র কঠিন সমীকরণ ◈ অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকলেও বাড়ছে দারিদ্র্য—সতর্ক করছেন বিশেষজ্ঞরা

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২০, ১২:৫৯ দুপুর
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২০, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাত মাস পর মাঠে নেমেই সেঞ্চুরি করে দলকে জেতালেন ম্যাক্সওয়েল

স্পোর্টস ডেস্ক : [২] চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে মাঠের লড়াইয়ের আগে নিজেদের মধ্যে ভাগ হয়ে ইন্ট্রা স্কোয়াড ম্যাচ খেলছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। নিজেদের ঝালিয়ে নেওয়ার ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলের দুর্দান্ত শতকে ফিঞ্চ একাদশকে হারিয়েছে কামিন্স একাদশ।

[৩] অনেকের জন্য ম্যাচটি প্রস্তুতি হলেও ম্যাক্সওয়েলের কাছে এর গুরুত্ব আলাদা। কেননা ইংল্যান্ডের বিপক্ষে মূল একাদশে জায়গা করে নিতে হলে এই ম্যাচে দারুণ কিছু করতে হতো তাকে। দীর্ঘদিন জাতীয় দল আর মাঠের বাইরে থাকায় আস্থা ফেরাতে ম্যাক্সওয়েলের জন্য এটি ছিল চ্যালেঞ্জ।

[৪] যেখানে ফেব্রুয়ারিতে বিগ ব্যাশের ফাইনাল খেলার পর ৬ মাস ২৪ দিন বাদে আবারো খেলতে নেমে শতক হাঁকিয়ে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন ম্যাক্সওয়েল।

[৫] ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে ১১৩ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে ফিঞ্চ একাদশ। এরপর স্টার্ক ও অ্যান্ড্রু টাইয়ের জুটিতে মান বাঁচায় তারা। ৪৮.৪ ওভারে অলআউট হয় ২৪৯ রানে।

[৬] জবাবে ব্যাট করতে নেমে দ্রুতই ফিরে যান ওয়েড ও স্মিথ। এরপর তৃতীয় উইকেট জুটিতে ১৭৪ রান যোগ করেন স্টয়নিস ও ম্যাক্সওয়েল। বল হাতে দারুণ পারফর্মের পর ব্যাট হাতে ৮৭ রান করে ফেরেন স্টয়নিস। তবে শতক করতে ভুল করেননি ম্যাক্সওয়েল। ১১৪ বলে খেলেন ১০৮ রানের ইনিংস। এই দুজনের ব্যাটে ভর করে ৪১.৩ ওভারেই ২ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় কামিন্স একাদশ।

[৭] ফিঞ্চ একাদশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন নাথান লায়ন। ২ উইকেট নেন মিচেল স্টার্ক ও মেরেডিথ।
সংক্ষিপ্ত স্কোর:
ফিঞ্চ একাদশ ২৪৯/১০(৪৮.৪)
অ্যান্ড্রু টাই ৫৯, মিচেল স্টার্ক ৪১
মার্কাস স্টয়নিস ৪/৩১, অ্যাডাম জাম্পা ২/১৯।

কামিন্স একাদশ ২৫০/৮(৪১.৩)
গ্লেন ম্যাক্সওয়েল ১০৮, মার্কাস স্টয়নিস ৮৭
নাথান লায়ন ৩/৪৭, মিচেল স্টার্ক ২/৪৬।

  • সর্বশেষ
  • জনপ্রিয়