রাশিদ রিয়াজ : নীল রংয়ে ককপিটে ইংরেজি, হিব্রু ও আরবি ভাষায় লেখা ছিল ‘শান্তি’ শব্দটি। বেন গুরিয়ন বিমানবন্দর থেকে ইসরায়েলের জাতীয় এয়ারলাইন্স এল আল ফ্লাইট নাইন সেভেন ওয়ান স্থানীয় সময় সকাল ১১টা ৩০মিনিটে উড্ডয়নের ৩ ঘন্টা পর স্থানীয় সময় বিকেলে আবুধাবি আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। ইসরায়েল থেকে আমিরাত আসতে বিমানটি সৌদি আরবের আকাশ সীমা ব্যবহার করে। জেরুজালেম পোস্ট/এ্যারাবিয়ান বিজনেস
বিমানটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। ছিলেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মেইর বেইন শাবাত। ট্রাম্পের মার্কিন শান্তি পরিকল্পনা বাস্তবায়নেও নেতৃত্ব দেন কুশনার। বিমানে ওঠার আগে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা সবাই এক ঈশ^রের সন্তান’। বিমানটিতে যাতে কোনো ক্ষেপণাস্ত্র এসে আঘাত হানতে না পারে সেজন্যে এ্যান্টিমিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা সংযোজন করা হয়।
গত ১৩ আগস্ট ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের পর এ বিমান চলাচল শুরু হয়। মিসর ও জর্ডানের পর ইসরায়েল এই প্রথম কোনো উপসাগরীয় দেশের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করল। ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু বলছে আরো আরব দেশ তার দেশের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করবে। সৌদি আরব ইতিমধ্যে বলে দিয়েছে জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া তা সম্ভব নয়।
আমিরাতের সঙ্গে মার্কিন ও ইসরায়েলি বাণিজ্য প্রতিনিধিদল পর্যটন, বাণিজ্য, জালানি, স্বাস্থ্য, প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে বিনিয়োগ নিয়ে ব্যাপক আলোচনায় অংশ নেবে। মঙ্গলবার সকালে বিমানটি আবুধাবি থেকে ফিরবে ফ্লাইট নম্বর ৯৭২ হিসেবে যা ইসরায়েলের আন্তর্জাতিক ডায়াল কোড। আর আমিরাতের এ কোড হচ্ছে ৯৭১। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় গত রোববার নিম্নহারের কোভিড ইনফেকশনের দেশ হিসেবে যে ৮টি দেশকে ‘গ্রিন কান্ট্রি’ হিসেবে ঘোষণা করে আমিরাত তার অন্যতম। এর মানে হচ্ছে আবুধাবি থেকে ইসরায়েলি বিমানের যাত্রীদের ফেরতের পর তাদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার বাধ্যবাধকতা রইল না।