রাশিদুল ইসলাম : [২] চকলেট কেকটিতে ওয়ারেনের ছবি আঁকা রয়েছে। এ রেসিপির কেক ওয়ারেন ৬ বছর বয়স থেকে খুব পছন্দ করতেন। দিন কয়েক আগেই মাইক্রোসফ্ট প্রতিষ্ঠাতা বিল গেটস এক সাক্ষাতকারে জানান, লকডাউনে তিনি রান্নাঘরে অনেক বেশি সময় দিচ্ছেন। আগের চেয়ে তার নিত্যনতুন রান্নার অভিজ্ঞতা হচ্ছে। এবার মার্কিন শীর্ষ কোটিপতি ওয়ারেন বাফেটের ৯০তম জন্মদিন উপলক্ষে তৈরি কেকের ছবি টুইটারে পোস্ট করার পর অভিনন্দন ও প্রশংসা পেলেন ভক্ত-অনুসারীদের। স্পুটনিক
[৩] ব্লগপোস্টে ওয়ারেন বাফেটকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিল গেটস বলেন, চিরকালের যুবক ওয়ারেনকে দেখে ভুলে যাওয়া সহজ যে তিনি একসময় যুবক ছিলেন। বিশ^াস করতে কঠিন যে তিনি দশম দশকে পা রাখলেন। কিন্তু তার বুদ্ধির প্রখরতা এখনো ৩০ বছরের মতই।
[৪] বিলগেটস ওয়ারেন বাফেটের পারিবারিক ছবি পোস্ট করে বলেন, বাফেট তার এ জীবনে ৩০ বছর ঘুমে ব্যয় করেছেন, তার সঙ্গে প্রথম দেখা হওয়ার পর ১০ হাজার ৬৪৯টি দিন কেটে গেছে আর দুটি ফোন নম্বর আমি খুব দ্রুত ডায়াল করতে পারি তা হচ্ছে মেলিন্ডা (বিল গেটসের স্ত্রী) ও বাফেটের।
[৫] ওয়ারেনের সম্পদের পরিমাণ ৭৮.৯ বিলিয়ন ডলার। ফোর্বসের শীর্ষ ধনীর তালিকায় রয়েছেন সপ্তম স্থানে। [৬] ১৯৩০ সালের ৩০ আগস্ট যুক্তরাষ্ট্রের ওমাহা শহরে জন্ম ওয়ারেনের। সম্পাদনা: ইকবাল খান