দেবদুলাল মুন্না:[২] মোদি সরকার গঠনের পর একদল স্পেশাল প্রযুক্তিবিদের সহায়তায় ভার্চুয়াল মিডিয়ায় নিজের ইমেজ ধরে রাখার জন্য টুইটার নিয়মিত হওয়া, নির্বাচনী ক্যাম্পেইন, ভিডিও আপলোড সবই করে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছিলেন। কিন্তু এ জনপ্রিয়তার তার দিন দিন কমছে। ভারতীয় প্রযুক্তি গবেষণা সংস্থা মার্কস এ তথ্য গতকাল সোমবার জানিয়েছে। সংবাদ প্রতিদিন ও ইন্ডিয়ান এক্সপ্রেস।
[৩] সংবাদ প্রতিদিন জানায়,গত রোববার ইউটিউবে আপলোড করা তার এক ভিডিওতে লাইকের চেয়ে ডিসলাইক পড়েছে প্রায় ৯ গুণ। এক সময় ভারতের কোটি কোটি মানুষ শুনতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মনের কথা। রেডিও বা দূরদর্শন তো বটেই, সামাজিক মাধ্যমেও তুমুল জনপ্রিয় ছিল প্রধানমন্ত্রীর প্রিয় অনুষ্ঠান ‘মন কি বাত’। সেই মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠানের ভিডিওতে লাইকের থেকে ডিসলাইক পড়ল অনেক বেশি। অর্থাৎ যত মানুষ এটিকে পছন্দ করেছেন, তার চেয়ে অনেক বেশি মানুষ অপছন্দ করেছেন।
[৪] রোববার মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণ পরই ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয়। কিন্তু আপলোড হওয়ার পর থেকেই তাতে ডিসলাইকের বন্যা বইতে শুরু করে। ভিডিওটিতে আড়াই লাখের বেশি মানুষ ডিসলাইক করেছেন। আর লাইক করেছেন মোটে ২৯ হাজার মানুষ। অর্থাৎ অপছন্দকারীদের সংখ্যাটা পছন্দকারীদের প্রায় সাড়ে ৯ গুণ।