শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২০, ১২:০৭ দুপুর
আপডেট : ৩১ আগস্ট, ২০২০, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ত্রিশালে র‌্যাবের হাতে বিপুল পরিমান মাদকসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আবুল বাশার: [২] ময়মনসিংহের ত্রিশালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমান ৫৮৫ পিছ ফেন্সিডিল ও ২৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪।

[৩] আটককৃতরা হল মোঃ সামিউল ইসলাম (২৭) ও মোঃ আতিকুর রহমান শনিবার (২৯ আগষ্ট) রাত সাড়ে ৯টায় র‌্যাব-১৪ তাদেরকে আটক করে।

[৪] বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, র‌্যাব-১৪, সিপিএসসি, আকুয়া বাইপাস, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন নারায়ণপুর গ্রামের বানার ব্রীজ সংলগ্ন মিনিস্টার হাইটেক পার্ক ইন্ড্রাস্টিস এর সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর তল্লাশী চৌকি স্থাপন করে গাড়ী তল্লাশী করেন। আভিযানিক দল গাড়ী তল্লাশীকালে পূর্বে সংবাদ প্রাপ্ত সন্দিগ্ধ ট্রাকের চালককে গাড়ী থামানোর সংকেত দিলে উক্ত ট্রাকের চালক ট্রাকটি চেকপোস্ট এর নিকট থামালে আসামী, মোঃ সামিউল ইসলাম (২৭) (চালক), পিতা- মোঃ মন্টু মিয়া, সাং- উত্তর ধুমাইটারী, মোঃ আতিকুর রহমান (২০) (হেলপার), পিতা- মোঃ আনোয়ার হোসেন, সাং- তারাপুর, উভয় থানা- সুন্দরগঞ্জ, জেলা- গাইবান্ধাদ্বয়কে সন্দেহজনকভাবে আটক করা হয়। অতঃপর উপস্থিত আটককৃত আসামীদের দখলে থাকা ০১ টি ট্রাক যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট ১৬-৮৭৮০ তল্লাশী করে আটককৃত আসামীদের দেখানো মতে জব্দকৃত ট্রাক এর পিছনে বডিতে লুকিয়ে রাখা ৫৮৫ বোতল ফেন্সিডিল এবং ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

[৫] র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামিদের বিরুদ্ধে ত্রিশাল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে র‌্যাব-১৪। সম্পাদনা: আরাফাত

  • সর্বশেষ
  • জনপ্রিয়