শিরোনাম
◈ নিহতের মরদেহের সঙ্গে মিলল অতিরিক্ত একটি পা, যা জানা গেল ◈ বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান ◈ খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নাতনি জাইমা ও পরিবারের সদস্যরা ◈ বিশ্লেষণ: দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে দিল্লির আগ্রহ ◈ বাংলাদেশের বড় প্রশ্ন: খালেদা জিয়ার উত্তরাধিকার কি এগিয়ে নিতে পারবেন তারেক রহমান? ◈ ৭ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু ◈ যশোর রেজিস্ট্রি অফিসে আগুন: পুড়ে ছাই ২০০ বছরের পুরনো গুরুত্বপূর্ণ দলিল ও রেকর্ডবই ◈ রেকর্ড রেমিট্যান্স: অর্থবছরের প্রথম ৬ মাসে প্রবাসীরা দেশে পাঠালেন ১৬.২৬ বিলিয়ন ডলার ◈ ঘন কুয়াশার চাদরে রাজধানী, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন ◈ জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনী জোট নিয়ে ১০১ আলেমের তিন আপত্তি

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২০, ১২:০৭ দুপুর
আপডেট : ৩১ আগস্ট, ২০২০, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ত্রিশালে র‌্যাবের হাতে বিপুল পরিমান মাদকসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আবুল বাশার: [২] ময়মনসিংহের ত্রিশালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমান ৫৮৫ পিছ ফেন্সিডিল ও ২৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪।

[৩] আটককৃতরা হল মোঃ সামিউল ইসলাম (২৭) ও মোঃ আতিকুর রহমান শনিবার (২৯ আগষ্ট) রাত সাড়ে ৯টায় র‌্যাব-১৪ তাদেরকে আটক করে।

[৪] বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, র‌্যাব-১৪, সিপিএসসি, আকুয়া বাইপাস, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন নারায়ণপুর গ্রামের বানার ব্রীজ সংলগ্ন মিনিস্টার হাইটেক পার্ক ইন্ড্রাস্টিস এর সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর তল্লাশী চৌকি স্থাপন করে গাড়ী তল্লাশী করেন। আভিযানিক দল গাড়ী তল্লাশীকালে পূর্বে সংবাদ প্রাপ্ত সন্দিগ্ধ ট্রাকের চালককে গাড়ী থামানোর সংকেত দিলে উক্ত ট্রাকের চালক ট্রাকটি চেকপোস্ট এর নিকট থামালে আসামী, মোঃ সামিউল ইসলাম (২৭) (চালক), পিতা- মোঃ মন্টু মিয়া, সাং- উত্তর ধুমাইটারী, মোঃ আতিকুর রহমান (২০) (হেলপার), পিতা- মোঃ আনোয়ার হোসেন, সাং- তারাপুর, উভয় থানা- সুন্দরগঞ্জ, জেলা- গাইবান্ধাদ্বয়কে সন্দেহজনকভাবে আটক করা হয়। অতঃপর উপস্থিত আটককৃত আসামীদের দখলে থাকা ০১ টি ট্রাক যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট ১৬-৮৭৮০ তল্লাশী করে আটককৃত আসামীদের দেখানো মতে জব্দকৃত ট্রাক এর পিছনে বডিতে লুকিয়ে রাখা ৫৮৫ বোতল ফেন্সিডিল এবং ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

[৫] র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামিদের বিরুদ্ধে ত্রিশাল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে র‌্যাব-১৪। সম্পাদনা: আরাফাত

  • সর্বশেষ
  • জনপ্রিয়