আসিফুজ্জামান পৃথিল: [২] ১১ আগস্ট বিশ্বের প্রথম করোনাভ্যাকসিন হিসেবে স্পুৎনিক-৫ এর নাম ঘোষণা করেই রুশ প্রেসিডেন্ট জানান, তার এক কন্যা এই ভ্যাকসিন গ্রহণ করেছেন। এবার তিনি জানালেন সেই কন্যার শরীরে অ্যান্টিবডি তৈরির খবর। তাস, স্পুৎনিক
[৩] রসিভা ২৪ কে দেয়া সাক্ষাতকারে পুতিন জানান, ভ্যাকসিন দেয়ার পরদিন তার মেয়ের দেহের তাপমাত্রা বেড়ে ১০১ ডিগ্রী ফারেনহাইট হয়েছিলো। দ্বিতীয় দিন তাপমাত্রা কমে ৯৮ ডিগ্রী ফারেনহাইটে নেমে আসে।
[৪] পুতিন আরও জানিয়েছেন, সেপ্টেম্বর নাগাদ রাশিয়াতে আরেকটি ভ্যাকসিন অনুমোদন পাবে। তবে এটির ব্যাপারে বিস্তারিত কিছুই চানাননি তিনি।
[৫] তিনি বলেন, আমাদের বিশেষজ্ঞরা নিশ্চিত, এই ভ্যাক্সিন স্থিতিশীল রোগ প্রতিরোধ ব্যবস্থা বিনির্মান করছে। আমার মেয়ের শরীরে শক্তিশালী অ্যান্টিবডি তৈরি হয়েছে। আমার মেয়ে খুবই ভালো বোধ করছে। ওর জ্বর আসাতে আমিতো ভয়ই পেয়েছিলাম।
[৬] বিশ্বের বহু বিশেষজ্ঞ দাবি করছেন যে স্পুৎনিক-৫ ঠিক মতো পরীক্ষা করা হয়নি। তার আগেই অনুমোদন দিয়েছে রাশিয়া। বিশ্বজুড়ে ওই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে নানা বিতর্ক থাকলেও, রাশিয়া দাবি করছে, তাদের তৈরি ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ। সম্পাদনা: ইকবাল খান