শিরোনাম
◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম ◈ গাইবান্ধায় ১৪৪ ধারা জারি ◈ মঈন আলীর ব‌্যা‌টে ব‌লে স্ব‌স্তির জয় পে‌লো সি‌লেট টাইটান্স ◈ নারী ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে টিভিসি প্রকাশ করেছে সরকার  ◈  শিল্পকলা একাডেমী সংশোধন অধ্যাদেশে একাডেমির বিভাগ সংখ্যা বাড়িয়ে নয়টি করা হয়েছে: চার অধ্যাদেশ অনুমোদন

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২০, ০৭:২১ সকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০২০, ০৭:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ইউরোপে পুনরায় বেড়েছে করোনা সংক্রমণ, যুক্তরাষ্ট্রে মৃত্যু ২ লাখ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা

লিহান লিমা: [২] ফ্রান্সে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আসার পর এই প্রথমবারের মতো দেশটিতে এক দিনে ৬ হাজার ১১১ নতুন রোগী শনাক্ত হয়। ফ্রান্সের সরকার প্রত্যেক নাগরিকের মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। বিবিসি/সিএনএন/দ্য গার্ডিয়ান

[৩] স্পেনে ৬ বছরের উর্ধ্বে বয়সী শিশুদের স্কুলে থাকাকালে মাস্ক পরতে হবে।

[৪]উচ্চ-ঝুঁকিপূর্ণ দেশগুলোতে ভ্রমণ না করতে নাগরিকদের সতর্ক করেছে জার্মানি। উচ্চপদস্থ কর্মকর্তারা বলেছেন,‘করোনা আবার জার্মানিতে পুরোদমে ফিরে এসেছে।’

[৫] সুইজারল্যান্ড, জ্যামাইকা ও চেক রিপাবলিকের নাগরিকদের জন্য ব্রিটেনে প্রবেশ করা মাত্রই বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। ব্রিটেনে একদিনে ১ হাজার ৫২২ জন শনাক্ত হয়েছেন, যা মধ্য-জুনের পর থেকে সর্বোচ্চ।

[৬]করোনায় ক্ষতিগ্রস্তের তালিকায় তৃতীয় দেশ ভারতে একদিনে ৭৭ হাজার ২৬৬ জনের বেশি আক্রান্ত হয়েছে। ১৫তম ক্ষতিগ্রস্ত দেশ বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন ৪ হাজার ১২৭ জন।
[৭] ল্যাটিন আমেরিকায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ছাড়িয়েছে।

[৮] যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য অধিদপ্তর পূর্বসমীক্ষায় বলেছে, ১৯ সেপ্টেম্বরের মধ্যে দেশটিতে ২ লাখেরও বেশি করোনায় প্রাণ হারাতে পারেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ বছরের শেষ নাগাদ কিংবা তার চেয়ে পূর্বেই করোনার টিকা পাওয়া যাবে।

[৯] এদিকে চীনে গত ১২দিন যাবত স্থানীয়ভাবে কোনো সংক্রমণ হয়নি। দক্ষিণ কোরিয়াও নতুন সংক্রমণ ৪’শর নিচে নেমে এসেছে। জাপান গণহারে পরীক্ষার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। নিউজিল্যান্ডে গত ২৪ ঘণ্টায় আরো ৫ জন সংক্রমিত হয়েছেন।

[১০] বিশ্বজুড়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৪৬ লাখের বেশি। প্রাণ হারিয়েছেন ৮ লাখ ৩৫ হাজার ৬৭৯ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়