শিরোনাম
◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে আসনগুলোতে লড়বে জামায়াত, দেখুন তালিকা ◈ উত্তরায় সাততলা ভবনে আগুন, ৩ জনের মৃত্যু ◈ ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মাচা‌দো নি‌জের পাওয়া নোবেল পদক ট্রাম্পকে উপহার দিলেন ◈ কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে উঠলো বার্সেলোনা ◈ ইরানের ক্ষমতা পেলে ইসরায়েলকে স্বীকৃতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কের ঘোষণা রেজা পাহলভির ◈ আমেরিকা নতুন ভিসা নীতি ঘোষণা: বিশ্বকাপে নামতে পারবে ব্রা‌জিল, কল‌ম্বিয়া ও  মিশর ◈ পোস্টাল ব্যালটে ভোটের জন্য দেশ ও প্রবাসী ১৫ লাখ ভোটারের নিবন্ধন ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অচলাবস্থা, বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল ◈ সেতু থেকে ১৬ মাসের সন্তানকে ফেলে দিয়ে থানায় মায়ের আত্মসমর্পণ

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২০, ০৭:২১ সকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০২০, ০৭:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ইউরোপে পুনরায় বেড়েছে করোনা সংক্রমণ, যুক্তরাষ্ট্রে মৃত্যু ২ লাখ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা

লিহান লিমা: [২] ফ্রান্সে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আসার পর এই প্রথমবারের মতো দেশটিতে এক দিনে ৬ হাজার ১১১ নতুন রোগী শনাক্ত হয়। ফ্রান্সের সরকার প্রত্যেক নাগরিকের মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। বিবিসি/সিএনএন/দ্য গার্ডিয়ান

[৩] স্পেনে ৬ বছরের উর্ধ্বে বয়সী শিশুদের স্কুলে থাকাকালে মাস্ক পরতে হবে।

[৪]উচ্চ-ঝুঁকিপূর্ণ দেশগুলোতে ভ্রমণ না করতে নাগরিকদের সতর্ক করেছে জার্মানি। উচ্চপদস্থ কর্মকর্তারা বলেছেন,‘করোনা আবার জার্মানিতে পুরোদমে ফিরে এসেছে।’

[৫] সুইজারল্যান্ড, জ্যামাইকা ও চেক রিপাবলিকের নাগরিকদের জন্য ব্রিটেনে প্রবেশ করা মাত্রই বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। ব্রিটেনে একদিনে ১ হাজার ৫২২ জন শনাক্ত হয়েছেন, যা মধ্য-জুনের পর থেকে সর্বোচ্চ।

[৬]করোনায় ক্ষতিগ্রস্তের তালিকায় তৃতীয় দেশ ভারতে একদিনে ৭৭ হাজার ২৬৬ জনের বেশি আক্রান্ত হয়েছে। ১৫তম ক্ষতিগ্রস্ত দেশ বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন ৪ হাজার ১২৭ জন।
[৭] ল্যাটিন আমেরিকায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ছাড়িয়েছে।

[৮] যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য অধিদপ্তর পূর্বসমীক্ষায় বলেছে, ১৯ সেপ্টেম্বরের মধ্যে দেশটিতে ২ লাখেরও বেশি করোনায় প্রাণ হারাতে পারেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ বছরের শেষ নাগাদ কিংবা তার চেয়ে পূর্বেই করোনার টিকা পাওয়া যাবে।

[৯] এদিকে চীনে গত ১২দিন যাবত স্থানীয়ভাবে কোনো সংক্রমণ হয়নি। দক্ষিণ কোরিয়াও নতুন সংক্রমণ ৪’শর নিচে নেমে এসেছে। জাপান গণহারে পরীক্ষার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। নিউজিল্যান্ডে গত ২৪ ঘণ্টায় আরো ৫ জন সংক্রমিত হয়েছেন।

[১০] বিশ্বজুড়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৪৬ লাখের বেশি। প্রাণ হারিয়েছেন ৮ লাখ ৩৫ হাজার ৬৭৯ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়