দেবদুলাল মুন্না:[২] এ তথ্য আলজাজিরার। ট্রাম্প বলেন, বাইডেন ক্ষমতায় এলে আমেরিকা ঘোর সংকটে পড়বে। বৃহস্পতিবার রিপাবলিকান পার্টির সম্মেলনের শেষ দিনে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট পার্টিকে এভাবে আক্রমণ করেন তিনি।
[৩] ট্রাম্প বলেন, এই নির্বাচনেই ঠিক করে দেবে আমরা যুক্তরাষ্ট্রের স্বপ্ন সমুন্নত রাখতে চাই কী না, নাকি আমাদের লালিত ভাগ্যকে ধ্বংস করে দিতে একটি সমাজতান্ত্রিক এজেন্ডাকে সুযোগ করে দিব।
[৪] ট্রাম্প বলেন, এটি দেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এর আগে ভোটাররা এভাবে দুইটি দল, দুইটি লক্ষ্য, দুইটি দর্শন বা দুইটি এজেন্ডার মুখোমুখি হয়নি।
[৫] ট্রাম্প এ ভাষণে ইশ্বরের ওপর আস্থা রাখতে জানিয়ে বলেন, কৃষ্ণাঙ্গ জ্যাকব ব্লেককে পুলিশ গুলি করায় উইসকনসিন অঙ্গরাজ্য নতুন করে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ দেখা দেয়ায় ডেমোক্র্যাট পার্টিকে দায়ী করেন।