ইমরুল শাহেদ : [২] পাকিস্তানের ইসলামাবাদে উচ্চ পর্যায়ের বৈঠকের পর বুধবার আফগান তালেবানরা এক বিবৃতিতে এ কথা বলেছেন। বিবৃতিতে উল্লেখ করা হয় ‘দুই দেশের ও আঞ্চলিক শান্তির জন্যও এটা মুখ্য বিষয়।’ এক্সপ্রেস ট্রিবিউন
[৩] পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠক তালেবান পলিটিক্যাল কমিশনের (টিপিসি) নেতা মোল্লা আবদুল গণি বরোদার নেতৃত্¦ে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল। পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেইশীর সঙ্গে বৈঠক শেষে তালেবানরা এই বিবৃতি দেন। বৈঠকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধান লে. জে. ফয়িজ হামিদও উপস্থিত ছিলেন।
[৪] আফগান শান্তি আলোচনা ত্বরাম্বিত করার লক্ষ্যকে সামনে রেখে পাকিস্তানের সঙ্গে তালেবানদের এই বৈঠক অনুষ্ঠিত হলো। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক হ্যান্ডআউটেও আফগান শান্তি প্রক্রিয়া যত তাড়াতাড়ি সম্ভব অনুষ্ঠানের বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে উল্লেখ করা হয়।
[৫] পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আফগানিস্তান শান্তি প্রক্রিয়ায় নিয়োজিত চেয়ারম্যান হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশন আবদুল্লা আবদুল্লাকে টেলিফোনে বলেন, আফগান নেতৃত্বের উচিত হবে এই ঐতিহাসিক মুহূর্তকে গ্রহণ করে আফগানিস্তানকে শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া।
[৬] পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইমরান খান পাকিস্তান সফরের জন্য আবদুল্লাকে আমন্ত্রণ জানিয়েছেন।
[৭] আফগান তালেবানদের মুখপাত্র মোহাম্মদ সোহেল শাহীন এক বিবৃতিতে বলেছেন, আফগানিস্তান ও উক্ত অঞ্চলে শান্তি ও নিরাপত্তার বিষয় নিয়ে পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে।