ফাহমিদা তিশা: [২] চীন থেকে ইউরোপ ও উত্তর আমেরিকাগামী সকল বিমানের পণ্যপরিবহন মূল্য ১০ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। সিনহুয়া
[৩] চীনের টিএসি ইনডেক্স বলেছে, সাংহাই থেকে উত্তর আমেরিকায় মালামাল পরিবহনে প্রতি কেজিতে ৫.১ মার্কিন ডলার করে নিচ্ছে। যা জুলাই মাসের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি।
[৪] কোভিড মন্দা কাটাতে চীন পুনরায় তাদের উৎপাদন বৃদ্ধি করছে। বিমান চলাচলের হারও পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে।
[৫] ইতোমধ্যে জাপান ও চীনের মধ্যে বিমান চলাচল শুরু হয়েছে। বিশেষ করে গুয়াংজুতে শিপমেন্টের হার ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সম্পাদনা : রাশিদ