সুজন কৈরী : [২] পুলিশ পরিচালিত জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ এক কলারের ফোন কলে সরকারী খাদ্য সহায়তার ২ হাজার ৫৮০ কেজি চাল উদ্ধার করেছে বগুড়ার শাহজাহানপুর থানার পুলিশ।
[৩] জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় একজন কলার বগুড়ার শাহজাহানপুরের উমর দিঘী বাসস্ট্যান্ড থেকে ফোন করে জানান, একটি রিক্সা গ্যারেজের পিছনে সরকারী খাদ্য সহায়তার বিপুল পরিমাণ চালের বস্তা পাচারের জন্য লুকিয়ে রাখা হয়েছে। কলার আরো জানান, এলাকার প্রভাবশালী ব্যক্তিরা এর সাথে জড়িত তাই তিনি তার নিজের নাম ও পরিচয় গোপন রাখতে চান।
[৪] ৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে শাহজাহানপুর থানার ডিউটি অফিসারকে বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার বলা হয়। সংবাদ পেয়ে শাহজাহানপুর থানা পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায়।
[৫] পরে শাহজাহানপুর থানার এসআই আব্দুর রহমান ৯৯৯ কে ফোনে জানান, তারা ঘটনাস্থলে গিয়ে তল্লাশী চালিয়ে একটি রিক্সা গ্যারেজের পেছনে লুকানো অবস্থায় সরকারী খাদ্য সহায়তার ৮৬ বস্তা চাল, প্রতিটি বস্তা ৩০ কেজি করে মোট ২ হাজার ৫৮০ কেজি চাল উদ্ধার করেছেন। তবে রিক্সার গ্যারেজে কাউকে পাওয়া যায়নি।এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং জড়িতদের আটকের চেষ্টা চলছে।