ওয়ালি উল্লাহ সিরাজ : [২] সমুদ্রের তীরবর্তী সরু একটি বাড়ি অবসর যাপনের জন্য বেশ উপযোগী। বিজ্ঞাপন দেয়ার পর ক্রেতাদের বেশ সাড়া পাওয়া গেছে। ডেইলি মেইল
[৩] বাড়ির মালিক বলছেন, ১৯৯৩ সালে জায়গাটা খুব পছন্দ হওয়ায় তিনি তাৎক্ষণিক ৩৩ হাজার ডলার দিয়ে বাড়িটি কিনেছিলেন।
[৪] বাড়িটির সামনের দিকে একটি দরজা ও দুইটি জানালা, সমুদ্রের বাতাস উপভোগ করার জন্য বিখ্যাত স্যান্ডিবিচ মাত্র কয়েক মিনিটের দূরত্বে অবস্থিত এটি।
[৫] সরু বাড়ির পিছন দিকে একটি লাউঞ্জ ও একটি ডাইনিং স্পেস তৈরির জন্য ২২ ফিট জায়গা আছে। সঠিক পরিকল্পনায় সিড়ির সরু জায়গাটিতে বানানো হয়েছে একটি রান্না ঘর। এছাড়াও আছে একটি বেডরুম, বাথরুম ও চিলেকোঠা।
[৬] এই কটেজের ভিতরে পাথরের কারুকাজ চোখে পড়ে আর এর ভিতরের আরামদায়ক ব্যবস্থা দেখে মনে হয় যেন নিজের বাড়িতেই আছি। তবুও লোকেরা এই বাড়িটিকে টাইনি (ক্ষুদ্র) বলে কটাক্ষ করে। সম্পাদনা : রাশিদ