শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ঘিরে বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র, পুলিশ মোতায়েন ◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত, পরীক্ষা-নিরীক্ষা শেষে সিদ্ধান্ত ◈ চুয়াডাঙ্গায় পানের বরজে আগুন ◈ মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করবে ডিবি ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি ◈ নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি ◈ মানবপাচার ও অঙ্গপ্রত্যঙ্গ বিক্রিসহ বিভিন্ন অভিযোগে মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদ করা হবে: ডিবি প্রধান ◈ চুয়াডাঙ্গা ও যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি ◈ কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার আসামি গ্রেপ্তার  ◈ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব: প্রধান বিচারপতি 

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২০, ০১:৪২ রাত
আপডেট : ২৬ আগস্ট, ২০২০, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদারীপুর কারাগারে যৌতুক মামলার এক হাজতির মৃত্যু

সাবরীন জেরীন : [২] মাদারীপুর সদর উপজেলার হাকিম হাওলাদার (৬৫) নামে যৌতুক মামলার এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগষ্ট) রাত সাড়ে ১২টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাকিম হাওলাদার মাদারীপুর শহরের সবুজবাগ এলাকার সইজউদ্দিন হাওলাদারের ছেলে।

[৩] মাদারীপুর জেলা কারাগারের জেলার শংকর মজুমদার জানান, আদালতে দায়েরকৃত একটি যৌতুক মামলায় গ্রেফতার হন হাকিম হাওলাদার। পরে আদালত তাকে ৫ আগস্ট কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে থাকা অবস্থায় সোমবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সদর হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে হাকিমের মৃত্যু হয়।

[৪] মাদারীপুর জেলা কারাগারের আবাসিক চিকিৎসক ডা. রিয়াজ মাহামুদ জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারন সর্ম্পকে বলা যাচ্ছে না। তবে ধারনা করা হচ্ছে হৃদক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

[৫] মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছেন। মরাদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়