শিরোনাম
◈ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ: অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, যা জানা গেল ◈ ‘সংসদ নির্বাচন পর্যবেক্ষণে হতে পারে ড্রোন ব্যবহার’ ◈ হাসিনা সরকারের কিছু প্রাথমিক ‘ভুল’ ছিল: সজীব ওয়াজেদ জয় ◈ এনসিপির কার্যালয়ের সামনে মধ্যরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ◈ জোট বাড়ছে বিএনপির, এনসিপি ও গণঅধিকারের সঙ্গে চলছে সংলাপ ◈ শাশুড়ির ১২ লাখ টাকার কিলারে খুন হন সালমান শাহ! ◈ এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার কা‌ছে সিরিজ হার‌লো ভারত ◈ শ্রম আইন সংশোধন ও গণপ্রতিনিধিত্ব আদেশ চূড়ান্ত অনুমোদন ◈ আমিরাতে আটক বাংলাদেশিদের মুক্তির অনুরোধে চিঠি পাঠাবেন ড. ইউনূস

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২০, ০৮:০৪ সকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০২০, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতির পিতার সমাধিতে আনসার বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা নিবেদন

‌নিজস্ব প্র‌তি‌বেদক : [২] জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সমাধিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা

[৩] বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শ্রদ্ধা নিবেদন ক‌রে‌ছেন।

[৪] ‌সোমবার গোপালগঞ্জের টুঙ্গীপাড়ারায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মহাপরিচালক বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা, শেখ কামাল, শেখ জামালসহ ১৫ আগস্টে নিহত সকল শহিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সুরা ফাতেহা ও দোয়া দরুদ পাঠ করেন।

[৫] মঙ্গলবার আনসার বা‌হিনীর পাঠা‌নো এক বিজ্ঞ‌প্তি‌তে আরও জানা‌নো হয়, শ্রদ্ধা নি‌বেদন শে‌ষে মহাপ‌রিচালক গোপালগঞ্জের বেদগ্রামে অবস্থিত বাহিনীর ২১ আনসার ব্যাটালিয়ন কার্যালয় পরিদর্শন করেন এবং সেখানে আয়োজিত দরবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন। দরবারে যারা উপস্থিত হন তারা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত হন। মহাপরিচালক ওই দরবার অনুষ্ঠানে কর্মরত কর্মকর্তা, কর্মচারী, ব্যাটালিয়ন ও সাধারণ আনসার এবং সদস্য ও সদস্যাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। আনসার বাহিনীর ভাবমূর্তি ও মর্যাদা অক্ষুন্ন রেখে নিজেদের উপর অর্পিত পবিত্র দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে যথাযথভাবে পালনের জন্য তিনি সকলের প্রতি নির্দেশ প্রদান করেন।
পরে তিনি গোপালগঞ্জে পাঁচুরিয়ায় অবস্থিত আনসার ও ভিডিপি প্রশিক্ষণ সেন্টার পরিদর্শন করেন এবং উপস্থিত বাহিনীর প্রশিক্ষণার্থী সদস্য ও সদস্যাদের সাথে কথা বলেন। ‘প্রশিক্ষণ উন্নয়নের মূল চাবিকাঠি’ উল্লেখ করে যুগোপযোগী এবং আধুনিক প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়নকল্পে পরিকল্পিতভাবে দায়িত্ব পালন করার জন্য সংশ্লিষ্ট সকল কমর্কর্তা-কর্মচারী ও প্রশিক্ষকদের আহ্বান জানান।

[৬] এরপর মহাপরিচালক মহোদয় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, গোপালগঞ্জ পরিদর্শন করেন।

[৭] এর আ‌গে সোমবার সকাল ৭টায় রওনা ক‌রে ১১টায় টু‌ঙ্গিপাড়ায় পৌছান আনসার বা‌হিনীর মহাপ‌রিচালক। তার স‌ঙ্গে সফরসঙ্গী হিসেবে আনসার বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক, বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম আসিফ ইকবাল, উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) মো. শাহ্বুদ্দিন এবং উপ-পরিচালক (সমন্বয়) মো. সেফাউল হোসেন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়