রবিউল আলম: পুলিশকে জুয়াড়ি ধরতে জুয়া খেলতে হবে, মাদক কারবারীদের সঙ্গে মিশতে হবে। অপরাধ জগতের সঙ্গে না থাকলে সমাজকে অপরাধমুক্ত করা যাবে না! কথাগুলো আজও মনে হয় একাংশে সঠিক। পরক্ষণেই মনে হয় এই অপরাধ জগতে থেকে কয়টা পুলিশ নিজেকে ঠিক রাখতে পারেন? কক্সবাজার হত্যাকাণ্ডের পর থেকে ওসি প্রদীপ, হাবিবুর রহমান-সহ অনেক পুলিশকে নিয়ে আলোচনা, সমালোচনার শেষ নেই। অনেক মিডিয়অ অপরাধ, অপরাধী ও পুলিশ বাহিনীকে এক করে ফেলছে। যেভাবে পুলিশ বাহিনীকে হেওপ্রতিপন্ন্য করা হচ্ছে, আগামীতে এই পুলিশ বাহিনীর কাছে থেকে আমরা কী আশা করতে পারি? অপরাধ ব্যক্তির, কোনো বাহিনী দায় নেবে না। আমি মনে করি কোনো বাহিনীকে দায় দেওয়াও ঠিক হবে না।
আমাদের সন্তানরাই সব বাহিনীর দায়িত্ব পালন করছে- এই দেশ ও জনজীবনের নিরাপত্তার জন্য।
আমি বলছি না আমাদের সন্তানরা অপরাধ করছে না, অপরাধীর বিচার হবে না। অপরাধ, অপরাধী চিহ্নিত করে সমাজের কাছে তুলে ধরুন। ওসি প্রদীপের জন্য পুলিশ বাহিনীকে দায়ী করা যাবে না। বিনা বিচারে হত্যা ক্রসফায়ার ও বিচারের প্রতিবন্ধকতা ইনডেমনিটি অপারেশন ক্লিনহার্ট জন্য, বাতিল করুন। জাতির জনকহত্যার বিচারের ইনডেমনিটি বাতিল করে ইতিহাস সৃষ্টি করেছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ নিধনের অপারেশন ক্লিনহার্ট ও খালেদা জিয়ার আবিষ্কৃত ক্রসফায়ার বাতিল না করলে প্রশ্ন থেকেই যাবে, অসৎ পুলিশের ক্রসফায়ার বাণিজ্য চলতেই থাকবে।
লেখক: মহাসচিব, বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি