লিহান লিমা: [২] ডিজিটাল এবং ব্যক্তিগত উপস্থিতি, উভয় সমন্বয়েই অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের কনবেনশন। যদিও মহামারীর কারণে প্রতিন্দ্বন্দ্বী ডেমোক্রেট দল পুরোই ভার্চুয়াল সম্মেলন আয়োজন করেছিলো। ফক্স নিউজ
[৩] রিপাবলিকান শিবির জানিয়েছে, ‘আমেরিকার শ্রেষ্ঠ ইতিহাসের সম্মানে’ থিম নিয়ে ২৪ আগস্ট, সোমবার থেকে ২৭ আগস্ট, বৃহস্পতিবার পর্যন্ত চলবে ৪ দিনের সম্মেলন। এতে প্রাত্যহিক আমেরিকানদের জীবন দেখানো হবে যারা বলবেন প্রেসিডেন্ট তাদের জীবনে কি ইতিবাচক প্রভাব ফেলেছেন। প্রতি রাতেই ট্রাম্প সম্মেলন অনুষ্ঠানে যোগ দেবেন। পূর্বে ধারণকৃত ভিডিও বার্তার ঘোর বিরোধী ট্রাম্প শেষ দিনের ভাষণ দেবেন হোয়াইট হাউসের দক্ষিণ বাগান হতে।
[৪] প্রথম দিনে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার শালর্টে উপস্থিত থাকবে ৩৩৬ জন প্রতিনিধি। তারা রিপাবলিকান দল থেকে ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট এবং মাইক পেন্সকে ভাইস- প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত করবেন। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে মনোয়ন গ্রহণ করবেন ট্রাম্প।
[৫] শুক্রবার ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, সম্মেলনে অর্থনীতি, আইন এবং শাসনের ওপর গুরুত্ব দেয়া হবে। যেখানে ডেমোক্রেট দল চরমপন্থাকে মূল হাতিয়ার বানিয়েছে।
[৬] প্রথম দিনের সম্মেলনের মূল বিষয় ‘প্রতিশ্রুতির ভূমি’। প্রথম দিনে বক্তৃতা দেবেন সিনেটর টিম স্কট, জাতিসংঘে সাবেক মার্কিন দূত নিক্কি হ্যালি, ট্রাম্পের পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়রসহ অন্যান্যরা। সম্পাদনা: ইকবাল খান