শিরোনাম
◈ গভীর ঘু‌মে যখন নগরবাসী তখন সংবর্ধনা পে‌লেন আফঈদা-ঋতুপর্ণারা ◈ নারী এশিয়ান কাপে ১১ দলই চূড়ান্ত, ফিফা র‌্যাঙ্কিংয়ে সবাই বাংলাদেশের উপ‌রে ◈ চী‌নে এশিয়া কাপ হ‌কি‌তে বাংলা‌দে‌শের হ্যাটট্রিক জয়  ◈ তিন নম্বর সতর্ক সংকেতে সুন্দরবনের খালে আশ্রয় নিয়েছে শত শত মাছ ধরার ট্রলার ◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২০, ০৯:৫৭ সকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২০, ০৯:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিকেএসপিতে যোগ হলো আরও তিনটি নতুন খেলা

নিজস্ব প্রতিবেদক : [২] গত ৯ আগস্ট যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বিকেএসপির পরিচালনা বোর্ডের ৩৩তম সভায় এই নতুন তিনটি বিভাগ অন্তর্ভূক্তির সিদ্ধান্ত হয়েছে। এর আগে গত বছর ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৩২তম বোর্ড সভায় অন্তর্ভূক্ত করা হয়েছিল গলফ, কাবাডি ও ব্যাডমিন্টন।

[৩] প্রতিষ্ঠার পরের বছরই ১৯৮৭ সালে ফুটবল ও হকির সঙ্গে যোগ হয় অ্যাথলেটিকস, সাঁতার, ক্রিকেট ও টেনিস বিভাগ। ৬টা থেকে ডিসিপ্লিন ৭টা হয় ১৯৯১ সালে জিমন্যাস্টিক্স অন্তর্ভূক্ত হলে। ১৯৯৪ সালে অন্তর্ভূক্ত হয় বক্সিং, ১৯৯৭ সালে বাস্কেটবল, ২০০০ সালে শ্যুটিং, ২০০৯ সালে আরচারি ও জুডো, ২০১২ সালে কারাতে, টেবিল টেনিস, তায়কোয়ানদো, ভলিবল ও উশু। ২০১৯ সালে গলফ, কাবাডি ও ব্যাডমিন্টন এবং সর্বশেষ এ বছর ভারোত্তোলন, হ্যান্ডবল ও স্কোয়াশ অন্তর্ভূক্ত হয়েছে বিকেএসপিতে।

[৪] দেশে ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশন বাড়ছে প্রতিবছর। ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশন মিলে সংখ্যাটা এখন ৫৪। যেভাবে ডিসিপ্লিন বাড়ছে, সেভাবে সুযোগ সুবিধা না বাড়ায় অনেকের মতে বোঝা চাপছে বিকেএসপিতে। সুযোগ-সুবিধা না বাড়িয়ে এভাবে ডিসিপ্লিন বাড়ানো সঠিক সিদ্ধান্ত নয়।

[৫] বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মধ্যে বরিশালে আছে ৪ ডিসিপ্লিন ফুটবল, তায়কোয়ানদো, উশু ও কারাতে। চট্টগ্রামে শুধু ক্রিকেট, দিনাজপুরে ক্রিকেট ও সাঁতার, খুলনায় ফুটবল ও ক্রিকেট এবং সিলেটে শুধু ফুটবল।

[৬] ডিসিপ্লিন বাড়ানোর পাশপাশি বিকেএসপির আরো তিনটি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করতে যাচ্ছে সরকার। এর মধ্যে কক্সবাজারের রামুর প্রশিক্ষণ কেন্দ্রটি সহসাই খুলে দেয়া হবে।

[৭] বাকি দুটি হবে রাজশাহী ও ময়মনসিংহে। রাজশাহীর পবায় প্রায় ১৫ একর জমি অধিগ্রহণের কাজ চলছে। এরপর প্রকল্প তৈরি করা হবে ময়মনসিংহে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়