শিরোনাম
◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০, ১১:৩৬ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২০, ১১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাম্পের বিপক্ষে গিয়ে জো বাইডেনকে সমর্থন জানালেন ৭০ জনেরও বেশি রিপাবলিকান ও সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা

লিহান লিমা: [২] মার্কিন গণমাধ্যম সিএনএন বলছে, প্রেসিডেন্ট হিসেবে গত চার বছরে নিজ দল এবং প্রশাসনের ব্যক্তিদের কাছ থেকেই সমর্থন হারিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সাবেক গোয়েন্দা ও জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা মনে করেন, আগামী ৩ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের চেয়ে ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন অনেক যোগ্য।

[৩] বাইডেনকে সমর্থন দেয়া এই ব্যক্তিদের মধ্যে রয়েছেন এনএসএ এবং সিআইএর সাবেক পরিচালক জেনারেল মাইকেন হেডেন, সাবেক উপ-পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা প্রধান জন নেগ্রোপন্টি, সিআইএ ও এফবিআইয়ের সাবেক নির্বাহী পরিচালক উইলিয়াম ওয়েবস্টার এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাবেক স্বরাষ্ট্র নিরাপত্তা বিষয়ক প্রধান মাইলেস টেইলর।

[৪] মার্কিন দৈনিক ওয়াল স্টিট জার্নালের পাতায় দেয়া যৌথ বিবৃতিতে তারা বলেন, অন্য সব আমেরিকানদের মতো আমাদের প্রত্যাশা ছিলো ট্রাম্প বুদ্ধিমত্তা দিয়ে শাসন করবেন। কিন্তু তিনি লাখো ভোটারের বিশ্বাস নষ্ট করেছেন এবং এটি স্পষ্ট করেছেন তিনি দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য। অন্যদিকে জো বাইডেন অভিজ্ঞ এবং দেশকে নেতৃত্ব দেয়ার যোগ্য। আমরা বিশ্বাস করি তিনি প্রেসিডেন্সির মর্যাদা ফিরিয়ে আনবেন, আমেরিকানদের ঐক্যবদ্ধ করবেন এবং বর্হিবিশ্বে যুক্তরাষ্ট্রের ভূমিকা পুনরুদ্ধার করবেন।’

[৬] সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগান, জর্জ এইচ-ডব্লিউ বুশ, জর্জ ডব্লিউ বুশ এবং খোদ ট্রাম্প প্রশাসনের এই সাবেক নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের বর্তমান কূটনীতি বন্ধু ও মিত্র দেশগুলোকে মনক্ষুণ্ন করছে। সেই সঙ্গে করোনাভাইরাস মহামারী সামলাতে ব্যর্থতা, অর্থনৈতিক মন্দা, বর্ণবাদ বিরোধী বিক্ষোভে ট্রাম্প প্রশাসনের নীতির কারণে ভারী হয়েছে ডেমোক্রেট দলের পাল্লা। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়