শিরোনাম
◈ আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমান, আ.লীগ ও ভারত প্রশ্নে যা বললেন ◈ যুক্তরাজ্যে লরিতে লুকিয়ে ২৩ বাংলাদেশিকে পাচারের চেষ্টা, আটক ৫ ◈ আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ ◈ এনসিটি বিদেশিদের দিতে চুক্তির বিরোধিতায় চট্টগ্রাম বন্দরে দুই দিনের ধর্মঘটের ডাক ◈ শিশির মনিরের নির্বাচনী প্রচার গাড়িতে হামলা, আহত ২ ◈ সি‌রি‌জের প্রথম ম‌্যা‌চে অস্ট্রেলিয়াকে ২২ রা‌নে হারা‌লো পাকিস্তান ◈ ফুটসাল চ্যাম্পিয়ন ট্রফি দেশের মানুষকে উৎসর্গ করলেন অ‌ধিনায়ক সাবিনা খাতুন  ◈ বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচের জন‌্য নিরাপত্তায় অস্ত্রধারী কমা‌ন্ডো ইউ‌নিট মোতা‌য়েন কর‌বে শ্রীলঙ্কা ◈ বেশি দামে তেল বিক্রির প্রস্তাবে তোপের মুখে বিপিসি ◈ মাসে আড়াই হাজার টাকার সহায়তা, ‘ফ্যামিলি কার্ড’র বিস্তারিত তুলে ধরলেন তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০, ১১:৩৬ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২০, ১১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাম্পের বিপক্ষে গিয়ে জো বাইডেনকে সমর্থন জানালেন ৭০ জনেরও বেশি রিপাবলিকান ও সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা

লিহান লিমা: [২] মার্কিন গণমাধ্যম সিএনএন বলছে, প্রেসিডেন্ট হিসেবে গত চার বছরে নিজ দল এবং প্রশাসনের ব্যক্তিদের কাছ থেকেই সমর্থন হারিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সাবেক গোয়েন্দা ও জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা মনে করেন, আগামী ৩ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের চেয়ে ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন অনেক যোগ্য।

[৩] বাইডেনকে সমর্থন দেয়া এই ব্যক্তিদের মধ্যে রয়েছেন এনএসএ এবং সিআইএর সাবেক পরিচালক জেনারেল মাইকেন হেডেন, সাবেক উপ-পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা প্রধান জন নেগ্রোপন্টি, সিআইএ ও এফবিআইয়ের সাবেক নির্বাহী পরিচালক উইলিয়াম ওয়েবস্টার এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাবেক স্বরাষ্ট্র নিরাপত্তা বিষয়ক প্রধান মাইলেস টেইলর।

[৪] মার্কিন দৈনিক ওয়াল স্টিট জার্নালের পাতায় দেয়া যৌথ বিবৃতিতে তারা বলেন, অন্য সব আমেরিকানদের মতো আমাদের প্রত্যাশা ছিলো ট্রাম্প বুদ্ধিমত্তা দিয়ে শাসন করবেন। কিন্তু তিনি লাখো ভোটারের বিশ্বাস নষ্ট করেছেন এবং এটি স্পষ্ট করেছেন তিনি দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য। অন্যদিকে জো বাইডেন অভিজ্ঞ এবং দেশকে নেতৃত্ব দেয়ার যোগ্য। আমরা বিশ্বাস করি তিনি প্রেসিডেন্সির মর্যাদা ফিরিয়ে আনবেন, আমেরিকানদের ঐক্যবদ্ধ করবেন এবং বর্হিবিশ্বে যুক্তরাষ্ট্রের ভূমিকা পুনরুদ্ধার করবেন।’

[৬] সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগান, জর্জ এইচ-ডব্লিউ বুশ, জর্জ ডব্লিউ বুশ এবং খোদ ট্রাম্প প্রশাসনের এই সাবেক নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের বর্তমান কূটনীতি বন্ধু ও মিত্র দেশগুলোকে মনক্ষুণ্ন করছে। সেই সঙ্গে করোনাভাইরাস মহামারী সামলাতে ব্যর্থতা, অর্থনৈতিক মন্দা, বর্ণবাদ বিরোধী বিক্ষোভে ট্রাম্প প্রশাসনের নীতির কারণে ভারী হয়েছে ডেমোক্রেট দলের পাল্লা। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়